Back Link:লিংক হুইল-মারাত্মক পর্ব [OFF page SEO]

Back Link: লিংক হুইল-মারাত্মক পর্ব [OFF page SEO]

আজকে দেখাব লিঙ্ক হুইল। একটা স্বয়ং সম্পূর্ণ লিঙ্ক হুইল কিভাবে করতে হয়। পুরবে দেখাইছিলাম সাধারন লিঙ্ক হুইল। আসলে ওঁটা লিঙ্ক হুইল এর ধারের কাছে ও না। লিঙ্ক হুইল একেবারে অন্যরকম। আমি পুরবের টিউনে লিঙ্ক হুইল এর গুরুত্ব বলে দিছি। আজ কে শুধু লিঙ্ক হুইল কিভাবে করতে হয় সেইটা বলব। নিচের ছবিটা দিয়ে আমি আজকে লিঙ্ক হুইল বুঝাব। দেখেন নিচের ছবিটাতে মাঝে একটা সাইট দেওয়া আছে। যার নাম দেওয়া হয়েছে “Money Site” এখানে এই সাইট দারা বুঝানো হয়েছে যে, আপনি যেই সাইট এর জন্য লিঙ্ক হুইল করবেন। বাকি চারপাশের যে ৬ টি সাইট আছে সেই সাইট গুলা হচ্ছে ফ্রী ব্লগিং সাইট। ফ্রী ব্লগিং সাইট কি এই সম্পর্কে পূর্বে বলছি।এখন আমরা এই ৬ টি ফ্রী ব্লগিং সাইট এর জন্য ৬ টি আর্টিকেল লিখব। আর্টিকেল কিভবে লিখতে হবে এবং কিভাবে পাবলিশ করতে হবে সেইটা পূর্বে আমি বলে দিছি। এখন ধরি, আমাদের ৬ টি আর্টিকেল রেডি বা প্রস্তুত। প্রথমে আমরা ব্লগস্পট (Blogspot) এ যাব। এখন ১ টা আর্টিকেল পেস্ট করব। এইবার আমাদের যে কি- ওয়ার্ড গুলা দেওয়া আছে আর্টিকেলের ভিতর তার যে কোন একটি লিঙ্ক করে দিব “Money Site” এ । এইবার আরও একটা ট্যাব নিব ব্রাউজার থেকে। নিয়ে ঢুকব ওয়ার্ডপ্রেসে (WordPress) এ। ভাল কথা ব্লগস্পট কিন্তু পাবলিশ করা যাবে না। তখন খোলা থাকবে। ওয়ার্ডপ্রেসে এ যেয়ে আরও একটা আর্টিকেল পেস্ট করতে হবে। এবং সেই আর্টিকেলের একটা কি- ওয়ার্ড “Money Site” এর সাথে লিঙ্ক করতে হবে। এবং পাবলিশ করতে হবে। পাবলিশ করার পর ওই পোস্ট এর লিঙ্ক কপি করে ব্লগস্পটের যে কোন একটি কি- ওয়ার্ড এর সাথে লিঙ্ক করে দিতে হবে। এইবার ব্লগস্পট পাবলিশ করতে হবে। এখন জিনিস টা আমি আবার একটু ক্লিয়ার করি। ধরুন আপনার আপনার সাইট Online Income এর উপর। এখন আপনি লিঙ্ক হুইল করার জন্য নিওম মেনে ৬ টি আর্টিকেল লিখিছেন। ৬ টি নতুন ব্লগে অ্যাকাউন্ট করছেন। অ্যাকাউন্ট গুলা হল নিচের উদাহরনের মত।
*htttp://www.onlineincome1.blogspot.com
*http://www.onlineincome2.wordpress.com
*http://www. onlineincome3.blogger.com
*http://www. onlineincome4.squidoo.com
*http://www. onlineincome5.hubpages.com
*http://www. onlineincome6.xanga.com
আপনার সাইট হচ্ছে onlineincome9.com । শর্ট কথাই ব্লগস্পটে ২ টা লিঙ্ক হবে।একটা আপনার মেইন সাইট এর আর একটা আপনার লিঙ্ক হুইল করার পরবর্তী সাইট এর। তাহলে দেখেন উপরের ছবিটির মত হবে।একটা তীর ওয়ার্ডপ্রেসে থেকে ব্লগস্পটে ঢুকেছে। আর ব্লগস্পট (Blogspot) এবং ওয়ার্ডপ্রেসে থেকে একটা লিঙ্ক প্রধান সাইট এ ঢুকেছে।
আবার চলেন ব্লগারে ব্লগারে একটা আর্টিকেল পেস্ট করুন তারপর একটা কি- ওয়ার্ড কে প্রধান বা ওই মানি সাইট আর সাথে লিঙ্ক করে দিন। এবং পাবলিশ করুন। এইবার আপনি আবার ওই ওয়ার্ডপ্রেসে টা ইডিট করুন। সেখানে যেয়ে ব্লগার এর URL বা লিঙ্ক টা কপি করে ওয়ার্ডপ্রেসের মধ্যের আর্টিকেলের যে কোন একটা কি- ওয়ার্ড কে লিঙ্ক করে দিন। দেখুন উপরের ছবিতে তীর দ্বারা সেটাই বুঝানো হয়েছে 
এইবার আবার আপনি আপনি চলে যান স্কুইডু তে।ওখানে যেয়ে আরও একটা আর্টিকেল পাবলিশ করুন। এবং পূর্বের একই কাজ করুন। বাকি ২ টা তে ওই একই কাজ করুন।

আপনার কাজ হচ্ছে ব্লগে বা আর্টিকেলে আপনাকে ৩ টা করে লিঙ্ক করতে হবে। আমি এখন বলব শেষ আর্টিকেল টা সম্পর্কে। শেষ আর্টিকেল টা তে একটা লিঙ্ক করতে হবে পূর্বের আর্টিকেল হাব পেজের সাথে আর একটা করতে প্রধান সাইট আর সাথে আর একটা করতে হবে ওই সেই প্রথম আর্টিকেলের সাথে।প্রথম আর্টিকেল মানে ব্লগস্পটে। কারন ব্লগস্পটে মাত্র ২ টা লিঙ্ক হয়েছে। এখন ব্লগস্পটের লিঙ্ক টা এক্সচাঞ্জা তে দিয়ে দিতে হবে। তাহলে লিঙ্ক গুলা দেখেন একটা চাকার মত বা ছাতার মত তৈরি হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি জানি মাথার ভিতর অনেক তাল গোল। পাকাই ফেলবেন। তারপর ও বলছি এই ছবিটার মত তৈরি করার চেষ্টা করুন। দেখুন ছবিটাতে পুরোপুরি বোঝানো হয়েছে। আমার মনে হয় না এরপরও কারোর লিঙ্ক হুইল সম্পর্কে সমস্যা থাকার কথা না। কেমন লাগলো আজকের লিঙ্ক হুইল। নতুনরা তো ১০০% বলবেন ওরে বাবা একি। এস ই ও শেখা থেকে দূরে সরে যাবেন । আরে না এস ই ও খুবই মজার সাবজেক্ট। বুঝতে পারলে মনে হবে পানি পানি আর না পারলে চোখে সরিষার ফুল দেখবেন। নিচে একটা ছবি দিচ্ছি এটাও লিঙ্ক হুইল। কিন্তু সরিষার ফুল। এই সরিষার ফুল নিয়ে চিন্তা নেই। কারন এটা ব্ল্যাক হ্যাট এস ই ও। যা আপনাকে কোনদিন করতে হবে না। উপরের নিওম টা হল হোয়াইট হ্যাট এস ই ও। ওরে বাবা দেখতে দেখতে সকাল ৮ টা বেজে ৩৮ মিনিট। ভাই আমি এইবার যাই একটু ঘুমাই। না হলে আবার শরীর খারাপ করবে।

Comments

Popular posts from this blog

বাংলা নাটক ও ছিনেমা

article submit of earn guest post

Answer&question-Forum problem solve