Earn from adf.ly

http://bangla-tutor.blogspot.com/p/blogging-and-earning.html

adf.ly ব্যবহার করে টাকা আয়

এডফ্লাই বিনামুল্যের ওয়েব এড্রেস (URL) ছোট করার ব্যবস্থাএর বিশেষ বৈশিষ্ট হচ্ছে এই সেবা ব্যবহার করলে তারা টাকা দেয়
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে তাদের সেবা ব্যবহার করলে তারা টাকা দেবে কেন
তাদের সেবা ব্যবহার করে নির্দিস্ট পেজে গেলে প্রতিটি পেজে তাদের বিজ্ঞাপন দেখা যাবেতারা টাকা দেয় মুলত সেই বিজ্ঞাপন দেখার জন্যসেই অর্থে এটা মুলত বিজ্ঞাপন নেটওয়ার্কইচ্ছে করলে বিজ্ঞাপন বাদ দেয়া যায়, কাজেই ইন্টারনেট ব্রাউজ করতে খুব সমস্যা হওয়ার কথা না
তাদের সাইটে গিয়ে সদস্য হবেন, আপনার সাইটের নাম সংক্ষিপ্ত করবেন, এরপর তাকে ব্যবহার করবেন বিভিন্ন যায়গায়ফেসবুক, টুইটার, ইমেইল ইত্যাদিতেও ব্যবহার করতে পারেন
দেয় টাকার পরিমান নির্ভর করে বিজ্ঞাপনের ধরনের ওপরসাধারনভাবে প্রতি হাজার ভিজিটের জন্য ০.৫ ডলার থেকে ৪.৭ ডলারপুরো পৃষ্ঠা বিজ্ঞাপনের জন্য প্রতি ১০০০ ক্লিকে ৩ ডলার দেয়া হয়একে সামান্য মনে হতে পারেবাস্তবে ভিজিটর যত বেশি আয় তত বেশি এই নিয়মে একসময় এটা যথেষ্ট হতে পারেব্যানার বিজ্ঞাপনগুলি দেখা যায় ওয়েবপেজের ওপরের দিকেএগুলির জন্য প্রতি হাজার ক্লিকে ২ ডলার দেয়া হয়এর বাইরে দেশ অনুযায়ী টাকা কমবেশি হয়যেমন আমেরিকার ভিজিটরের জন্য বেশি টাকা
এফিলিয়েটেড প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রচার করেও আয় করতে পারেনআয়ের শতকরা ২০ ভাগ হারে টাকা দেয় তারা
তাদের টাকা দেয়ার পদ্ধতি পেপল এবং এলার্টপে (পেজা)কাজেই বাংলাদেশ থেকে ব্যবহার করতে সমস্যা নেইসদস্য হওয়ার সাথে সাথেই টাকা আয় শুরু করতে পারেন
সদস্য হওয়া খুব সহজফরম পুরন করলে ইমেইলে একটি কনফার্মেশন লিংক পাঠাবে তারাসেটা ক্লিক করাই যথেষ্ট
এডফ্লাই নিয়ে পক্ষে-বিপক্ষে মত রয়েছেকারো মতে এটা আয়ের ভাল ব্যবস্থা, কারো মতে ভাওতাবাজিবাস্তবে এর মাধ্যমে অনেকেই উপার্জন করেছেন এবং করছেন
তাদের ঠিকানা : http://adf.ly/
আজ আপনাদেরকে বলব কিভাবে লিংক শেয়ার করার মাধ্যমে আয় করতে পারবেনএইটা তো সত্য যে, আমরা প্রতিদিন Facebook,Orkut,Yahoo messenger ইত্যাদিতে চ্যাট করতে গিয়ে অনেক ধরণের লিংক শেয়ার করি এছাড় Blog লিখতে গেলে তো অনেক লিংক শেয়ার করিঅথচ এইসব link ,যেগুলো আপনি আপনার বন্ধুকে এমনি বা কাজের জন্য বা জানানোর জন্য ব্যবহার করেন তা হতে আপনি সহজে আয় করতে পারেনআপনি সুন্দর করে একটি ব্লগ লিখলেন সেটা হতে পারে কোন গুরুত্বপূর্ণ টিপস,সফটওয়্যার ইত্যাদির উপর এবং এর মধ্যে লিংক ব্যবহার করলেনএখন এই ব্লগটি যতজন ভিজিটর পড়ে আপনার দেয়া লিংকটাতে ক্লিক করবে আপনি ততবার আয় করবেন
এই সাইট থেকে আপনি যেসব সুবিধা পাবেন-
1.
আপনি যেকোন সাইটে এ্যাড্রেস শেয়ার করতে পারবেন
2.
আপনি যে সাইট এর লিংক শেয়ার করবেন সেটা যদি বড় হয় এই সাটটে
     আপনি তা ছোট করতে পারবেন
3.
আপনার আয় করা টাকা অ্যালার্টপে বা পেপালের মাধ্যমে উত্তোলণ করতে 
    পারবেনএই ক্ষেত্রে আমাদের দেশের জন্য অ্যালার্টপে জনবহুল কারণ পেপাল
     আমাদের দেশে সার্পোট করে না
4.
আপনার দেয়া লিংক এ যত বার ক্লিক ততবার ডলার পাবেন
5.
মাত্র ৫ ডলার হলেই আপনার টাকা তুলতে পারবেন
6. টাকা পাওয়ার ৯৯% নিশ্চয়তা

রেজিস্ট্রাশন করুনঃ
1.
১ মে একটি অ্যালার্টপে তে অ্যাকাউন্ট করুন এইখানে ক্লিক করুন
     (account type " personal pro" select করুন)
     যাদের অ্যাকাউন্ট আছে তাদের করার দরকান নেই
2.
এবার এইখানে ক্লিক করুন এবং রেজিস্ট্রাশন করুনএইখানে আপনার
     অ্যালার্টপে অ্যাকাউন্টে ব্যবহার করা ই-মেইল অ্যাড্রোসটি ব্যবহার করুন
সর্তকতাঃ
আপনার ব্যবহৃত পাসওয়ার্ড যত্ন করে রাখুনমনে রাখবেন আপনার পাসওর্য়াড কাউকে শেয়ার করবেন না

রেজিঃ করার পর লিংকগুলো শেয়ার করবেন যেভাবে
1. প্রথমে আপনার নির্ধারিত ইউজারনেম ও পাসওর্য়াড দিয়ে লগইন করুন। ( ২য়
     ধাপে যেখানে রেজিঃ করেছেন।)
নিচের চিত্রের মত একটি বক্স পাবেন
adf.ly
এইখানে আপনার লিংকটি পেষ্ট করে Shrink! ক্লিক করুনদেখবেন আপনি আপনার দেয়া লিংটার একটি ছোট লিংক পেয়েছেন এটি আপনার পছন্দনুযায়ী যেকোন জায়গায় শেয়ার করুনএই ক্ষেত্রে ভাল হয় যদি আপনি যে লিংক গুলো বেশি ব্যবহার করেন সেগুলি এইবাবে ছোট করার মাধ্যমে একটি নোটপ্যাড এ সেভ করে রাখলেতাহলে আপনাকে এই লিংকগুলো বারবার ছোট করতে হবে না
ad.ly
ad.ly হঠাৎ করেই বেশ নাড়া ফেলে দিয়েছে ইন্টারনেট জগতেএটি প্রায় নতুন একটি টুইটার অ্যাডভার্টাইজিং কোম্পানিএদের কনসেপ্টও কিছুটা ভিন্নএরা আপনাকে সপ্তাহব্যাপী ক্যামপেইন অফার করবেঅর্থাৎ, টানা এক সপ্তাহের জন্য আপনি টাকা পেয়ে যাবেন যার বিনিময়ে প্রতিদিন আপনার একাউন্ট থেকে একটি করে স্ট্যাটাস আপডেট করা হবেএক্ষেত্রে সপ্তাহব্যাপী ক্যামপেইনের জন্য কত টাকা নিবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবেতবে ভয়ের কোনো কারণ নেইআপনি যদি বুঝতে না পারেন কত টাকা অফার করা উচিৎ, ad.ly আপনাকে সাহায্য করবে
ad.ly- রেজিস্ট্রেশন করে আপনাকে সুযোগ এর জন্য অপেক্ষা করতে হবেসাধারণত প্রচুর সংখ্যক সক্রিয় ফলোয়ার না থাকলে এই কোম্পানি থেকে বিজ্ঞাপনদাতা পাওয়া যায় নাযদি আপনি পেয়ে যান, সেক্ষেত্রে আপনি তা গ্রহণ করতে পারবেনগ্রহণ করার সময়ই আপনাকে নির্ধারণ করে দিতে হবে উইকলি ক্যামপেইনে আপনি কত দাবি করবেনসেই মূল্য বিজ্ঞাপনদাতার কাছে যাবে এবং তারা যদি সম্মতি দেন, তাহলেই আপনার টুইটার একাউন্টে টানা ৭ দিন প্রতিদিন একটি করে স্পনসর্ড টুইট আপডেট হতে থাকবে
ad.ly এর ওয়েবসাইট ঘেঁটে কত টাকা আয় হলে তা উঠানো যায় এমন কোনো তথ্য পাওয়া যায়নিতবে পেপালের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে কোম্পানিটি


url shorten Av‡iKwU mvBU

http://goo.gl

Comments

Popular posts from this blog

বাংলা নাটক ও ছিনেমা

article submit of earn guest post

Answer&question-Forum problem solve