Telecom Companies in Bangladesh

Telecom Companies in Bangladesh
•           http://www.extratelecombd.com/
•           http://www.Grameen Phone Limited
•           http://www.TM International (Bangladesh) Ltd
•           http://www.Warid Telecom International Ltd
•           http://www.Sheba Telecom - Bangla Link
•           http://www.grameenphone.com/
•           http://www.airtel.com.bd/
•           http://www.robi.com/
•           http://www.citycell.com/
•           http://www.teletalk.com.bd/
•           http://wap.portal.teletalk.com.bd
 http://portal.teletalk.com.bd
•           http://www.banglalinkgsm.com/
•           http://www.rankstel.com/
•           http://www.bayphones.com/
•           http://www.onetelbd.com/
•           http://www.telecombangladesh.com/
•           http://www.djuice.com.bd/
•           http://www.nationalphone.net/
www.wap.gpworld.com
www.wap.gakkcontent.com


মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান
Mobile phone company  Address
http://bmion.blogspot.com/

http://tech.priyo.com

টেলিটক থ্রিজি'র বিস্তারিত ট্যারিফ প্ল্যান

(প্রিয় টেক) গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে টেলিটকের থ্রিজি সেবা উদ্বোধন করেছেনবহুল কাঙ্ক্ষিত এ সেবাটি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আশীর্বাদ স্বরূপটেলিটক তাদের নিজেদের ওয়েবসাইটেhttp://www.teletalk.com.bd/ থ্রিজি'র ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছে
টেলিটকের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, 'প্রজন্ম থ্রিজি প্যাকেজ' সিমের মূল্য রাখা হয়েছে ৯০০ টাকাএতে ১ গিগাবাইট ইন্টারনেট ডাটা, ৫০০ মিনিট ভয়েস কল, ৫০০ মিনিট ভিডিও কল এবং ১০০০টি এসএমএস ফ্রি দেওয়া হয়েছে
ভয়েস কল রেট
সকাল ৮ টা থেকে রাত ১২ টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ১০ পয়সা
টেলিটক থেকে অন্য অপারেটর: প্রতি ১০ সেকেন্ড পালস ১৬ পয়সা
রাত ১২টা থেকে সকাল ৮টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ৫ পয়সা
টেলিটক থেকে অন্য অপারেটর: প্রতি ১০ সেকেন্ড পালস ১৬ পয়সা
ভিডিও কল রেট
সকাল ৮ টা থেকে রাত ১২ টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ৫০ পয়সা
রাত ১২টা থেকে সকাল ৮টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ২০ পয়সা
এফএনএফ: ১টি
এফএনএফ কল রেট
ভয়েস কল রেট:> সারাদিন প্রতি ১০ সেকেন্ড পালস ৫ পয়সা
ভিডিও কল রেট: সারাদিন প্রতি ১০ সেকেন্ড পালস ১৫ পয়সা
এসএমএস: প্রতিটি ১৫ পয়সা
অন্যান্য সেবা
এসএমএস: প্রতিটি ৪৫ পয়সা
এমএমএস: প্রতিটি ৩ টাকা
ইন্টারনেট ডাটা: প্রতি ৫ কেবি ১ পয়সা
প্রজন্ম থ্রিজি প্যাকেজ সম্পর্কে জরুরী তথ্য
*
শুধুমাত্র নতুন সংযোগের ক্ষেত্রে পাওয়া যাবে প্রজন্ম থ্রিজি প্যাকেজ
*
সিম চালু হওয়ার পর থ্রিজি সেবার ভিডিও কল, মোবাইল টিভি, দ্রুত গতির ইন্টারনেট সেবা এবং থ্রিজির অন্যান্য সেবা উপভোগ করা যাবে
*
থ্রিজি চালু হলে ডিফল্ট হিসেবে ইন্টারনেট স্পিড থাকবে ৫১২ কিলোবিট এবং বান্ডিল প্যাকেজে তা ২ মেগা্বিট পর্যন্ত পাওয়া যাবে
*
যেকোনো প্লানের থ্রিজি ইন্টারনেট সেবা পেতে সাবস্ক্রিপশন কোড লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে
*
প্রাথমিক অবস্থায় ভয়েস এবং ভিডিও কল শুধুমাত্র টেলিটক থেকে টেলিটকে ব্যবহার করা যাবে
*
সকল সার্ভিসেই ১৫% ভ্যাট প্রযোজ্য
মোবাইল ব্রডব্যান্ড প্লান
১২৮ কেবিপিএস স্পিড(kbps)
১০ মেগাবাইট: মূল্য ৮ টাকা, মেয়াদ ১ দিন, প্যাকেজ কোড D7
২ জিবি: মূল্য ৩৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D11
আনলিমিটেড: মূল্য ৬৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D12
২৫৬ কেবিপিএস(kbps) স্পিড
১ জিবি: মূল্য ১৭৫ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D14
৪ জিবি: মূল্য ৬০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D16
আনলিমিটেড: মূল্য ১,০৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D17
৫১২ কেবিপিএস(kbps) স্পিড
১ জিবি: মূল্য ২০০ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D19
২ জিবি: মূল্য ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D20
১০ জিবি: মূল্য ১,০০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D22
১ এমবিপিএস
৪ জিবি: মূল্য ৮০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D25
৮ জিবি: মূল্য ১,২০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D26
২ এমবিপিএস
১০ জিবি: মূল্য ২,৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D27
মোবাইল ব্রডব্যান্ড প্লান সম্পর্কে জরুরী তথ্য
*
যেকোনো প্লানে সাবস্ক্রাইব করতে প্যাকেজ কোড লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে
*
৩০ দিনের ২ জিবি ডাটার ৫১২ কিলোবাইট ইন্টারনেট স্পিড প্যাকেজ পেতে হলে আপনাকে D20 লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে
*
যদি কোনো প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তা পরবর্তী প্যাকেজে আর ব্যবহার করা যাবে না
*
থ্রিজি চালু হলে ডিফল্ট হিসেবে ইন্টারনেট স্পিড থাকবে ৫১২ কিলোবাইট এবং বান্ডেল প্যাকেজে তা ২ মেগাবাইট পর্যন্ত পাওয়া যাবে
মোবাইল ইন্টারনেট প্লান (২জি এর জন্য)
৫ মেগাবাইট: মূল্য ৪ টাকা, মেয়াদ ১ দিন, প্যাকেজ কোড D1
১০ মেগাবাইট: মূল্য ৮ টাকা, মেয়াদ ২ দিন, প্যাকেজ কোড D2
৩০ মেগাবাইট: মূল্য ২০ টাকা, মেয়াদ ৭ দিন, প্যাকেজ কোড D3
২৫০ মেগাবাইট: মূল্য ১০০ টাকা, মেয়াদ ১৫ দিন, প্যাকেজ কোড D4
১ জিবি: মূল্য ২০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D5
আনলিমিটেড: মূল্য ৬০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D6
টেলিটক মোবাইল টিভি
মোবাইলে টেলিভিশনের অনুষ্ঠান দেখতে চান? তাহলে আপনার
মোবাইল থেকে ভিজিট করুন: http://wap.portal.teletalk.com.bd
পিসি থেকে ভিজিট করুন: http://portal.teletalk.com.bd

মোবাইল টিভি সাবস্ক্রিপশন ফি
*
৪ টি টিভি চ্যানেল দেখতে মাসিক ফি: ২০০ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য)
*
৮ টি টিভি চ্যানেল দেখতে মাসিক ফি: ৩২৫ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য)

এছাড়া
টেলিটকের থ্রিজি সম্পর্কে প্রশ্নের উত্তর জানতে দেখুন এখানেhttp://www.teletalk.com.bd/cpoint/3G/3g_faq.php
টেলিটকের থ্রিজি সম্পর্কে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এখানে http://www.teletalk.com.bd/cpoint/3G_onlinequery.html

Comments

Popular posts from this blog

বাংলা নাটক ও ছিনেমা

article submit of earn guest post

Answer&question-Forum problem solve