call & phone operator

 Telecom Companies in Bangladesh

http://www.extratelecombd.com/

http://www.Grameen Phone Limited

http://www.TM International (Bangladesh) Ltd

http://www.Warid Telecom International Ltd

http://www.Sheba Telecom - Bangla Link

http://www.grameenphone.com/

http://www.airtel.com.bd/

http://www.robi.com/

http://www.citycell.com/

http://www.teletalk.com.bd/

http://wap.portal.teletalk.com.bd

 http://portal.teletalk.com.bd

http://www.banglalinkgsm.com/

http://www.rankstel.com/

http://www.bayphones.com/

http://www.onetelbd.com/

http://www.telecombangladesh.com/

http://www.djuice.com.bd/

http://www.nationalphone.net/

www.wap.gpworld.com

www.wap.gakkcontent.com

www.binbit.bd.amob.com


http://www.solidbangla.com/call-bangladesh.html


মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান

http://webfair.blogspot.com

Mobile phone company  Address

http://www.grameenphone.com/
http://www.waridtel.com.bd/
http://www.aktel.com/
http://www.citycell.com/
http://www.teletalk.com.bd/
http://www.banglalinkgsm.com/
http://www.rankstel.com/
http://www.bayphones.com/
http://www.onetelbd.com/
http://www.telecombangladesh.com/
http://www.djuice.com.bd/
http://www.nationalphone.net/

http://bmion.blogspot.com/


http://tech.priyo.com

টেলিটক থ্রিজি'র বিস্তারিত ট্যারিফ প্ল্যান

(প্রিয় টেক) গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে টেলিটকের থ্রিজি সেবা উদ্বোধন করেছেন। বহুল কাঙ্ক্ষিত এ সেবাটি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আশীর্বাদ স্বরূপ। টেলিটক তাদের নিজেদের ওয়েবসাইটেhttp://www.teletalk.com.bd/ থ্রিজি'র ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছে। 

টেলিটকের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, 'প্রজন্ম থ্রিজি প্যাকেজ'র সিমের মূল্য রাখা হয়েছে ৯০০ টাকা। এতে ১ গিগাবাইট ইন্টারনেট ডাটা, ৫০০ মিনিট ভয়েস কল, ৫০০ মিনিট ভিডিও কল এবং ১০০০টি এসএমএস ফ্রি দেওয়া হয়েছে। 

ভয়েস কল রেট

সকাল ৮ টা থেকে রাত ১২ টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ১০ পয়সা।
টেলিটক থেকে অন্য অপারেটর: প্রতি ১০ সেকেন্ড পালস ১৬ পয়সা। 

রাত ১২টা থেকে সকাল ৮টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ৫ পয়সা।
টেলিটক থেকে অন্য অপারেটর: প্রতি ১০ সেকেন্ড পালস ১৬ পয়সা। 

ভিডিও কল রেট

সকাল ৮ টা থেকে রাত ১২ টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ৫০ পয়সা। 

রাত ১২টা থেকে সকাল ৮টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ২০ পয়সা। 

এফএনএফ: ১টি

এফএনএফ কল রেট
ভয়েস কল রেট:> সারাদিন প্রতি ১০ সেকেন্ড পালস ৫ পয়সা।
ভিডিও কল রেট: সারাদিন প্রতি ১০ সেকেন্ড পালস ১৫ পয়সা।
এসএমএস: প্রতিটি ১৫ পয়সা। 

অন্যান্য সেবা
এসএমএস: প্রতিটি ৪৫ পয়সা।
এমএমএস: প্রতিটি ৩ টাকা।
ইন্টারনেট ডাটা: প্রতি ৫ কেবি ১ পয়সা। 

প্রজন্ম থ্রিজি প্যাকেজ সম্পর্কে জরুরী তথ্য
* শুধুমাত্র নতুন সংযোগের ক্ষেত্রে পাওয়া যাবে প্রজন্ম থ্রিজি প্যাকেজ।
* সিম চালু হওয়ার পর থ্রিজি সেবার ভিডিও কল, মোবাইল টিভি, দ্রুত গতির ইন্টারনেট সেবা এবং থ্রিজির অন্যান্য সেবা উপভোগ করা যাবে।
* থ্রিজি চালু হলে ডিফল্ট হিসেবে ইন্টারনেট স্পিড থাকবে ৫১২ কিলোবিট এবং বান্ডিল প্যাকেজে তা ২ মেগা্বিট পর্যন্ত পাওয়া যাবে।
* যেকোনো প্লানের থ্রিজি ইন্টারনেট সেবা পেতে সাবস্ক্রিপশন কোড লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে।
* প্রাথমিক অবস্থায় ভয়েস এবং ভিডিও কল শুধুমাত্র টেলিটক থেকে টেলিটকে ব্যবহার করা যাবে।
* সকল সার্ভিসেই ১৫% ভ্যাট প্রযোজ্য। 

মোবাইল ব্রডব্যান্ড প্লান 

১২৮ কেবিপিএস স্পিড(kbps)
১০ মেগাবাইট: মূল্য ৮ টাকা, মেয়াদ ১ দিন, প্যাকেজ কোড D7
২ জিবি: মূল্য ৩৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D11
আনলিমিটেড: মূল্য ৬৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D12 

২৫৬ কেবিপিএস(kbps) স্পিড
১ জিবি: মূল্য ১৭৫ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D14
৪ জিবি: মূল্য ৬০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D16
আনলিমিটেড: মূল্য ১,০৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D17 

৫১২ কেবিপিএস(kbps) স্পিড
১ জিবি: মূল্য ২০০ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D19
২ জিবি: মূল্য ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D20
১০ জিবি: মূল্য ১,০০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D22 

১ এমবিপিএস
৪ জিবি: মূল্য ৮০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D25
৮ জিবি: মূল্য ১,২০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D26 

২ এমবিপিএস
১০ জিবি: মূল্য ২,৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D27 

মোবাইল ব্রডব্যান্ড প্লান সম্পর্কে জরুরী তথ্য
* যেকোনো প্লানে সাবস্ক্রাইব করতে প্যাকেজ কোড লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে।
* ৩০ দিনের ২ জিবি ডাটার ৫১২ কিলোবাইট ইন্টারনেট স্পিড প্যাকেজ পেতে হলে আপনাকে D20 লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে।
* যদি কোনো প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তা পরবর্তী প্যাকেজে আর ব্যবহার করা যাবে না।
* থ্রিজি চালু হলে ডিফল্ট হিসেবে ইন্টারনেট স্পিড থাকবে ৫১২ কিলোবাইট এবং বান্ডেল প্যাকেজে তা ২ মেগাবাইট পর্যন্ত পাওয়া যাবে। 

মোবাইল ইন্টারনেট প্লান (২জি এর জন্য)
৫ মেগাবাইট: মূল্য ৪ টাকা, মেয়াদ ১ দিন, প্যাকেজ কোড D1
১০ মেগাবাইট: মূল্য ৮ টাকা, মেয়াদ ২ দিন, প্যাকেজ কোড D2
৩০ মেগাবাইট: মূল্য ২০ টাকা, মেয়াদ ৭ দিন, প্যাকেজ কোড D3
২৫০ মেগাবাইট: মূল্য ১০০ টাকা, মেয়াদ ১৫ দিন, প্যাকেজ কোড D4
১ জিবি: মূল্য ২০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D5
আনলিমিটেড: মূল্য ৬০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D6 

টেলিটক মোবাইল টিভি
মোবাইলে টেলিভিশনের অনুষ্ঠান দেখতে চান? তাহলে আপনার
মোবাইল থেকে ভিজিট করুন: http://wap.portal.teletalk.com.bd
পিসি থেকে ভিজিট করুন: http://portal.teletalk.com.bd


মোবাইল টিভি সাবস্ক্রিপশন ফি
* ৪ টি টিভি চ্যানেল দেখতে মাসিক ফি: ২০০ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য)।
* ৮ টি টিভি চ্যানেল দেখতে মাসিক ফি: ৩২৫ টাকা (১৫% ভ্যাট প্রযোজ্য)।

এছাড়া
টেলিটকের থ্রিজি সম্পর্কে প্রশ্নের উত্তর জানতে দেখুন এখানে।http://www.teletalk.com.bd/cpoint/3G/3g_faq.php
টেলিটকের থ্রিজি সম্পর্কে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এখানে। http://www.teletalk.com.bd/cpoint/3G_onlinequery.html


http://www.somewhereinblog.net/blog/rahixiut/29734120

ফ্রি আনলিমিটেড ইন্টারনেট চালান GSM মডেম অথবা ফোনের মডেম দিয়ে।

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১২ | 

শেয়ারঃ 

4 0 


গ্রামীনফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি অথবা টেলিটক যেকোনো সিমে কিছু টাকা লোড করুন। আপনার অপারেটর থেকে দেয়া যেকোনো একটি প্যাকেজ (যে প্যাকেজ এ কম খরচ) সেটি চালু করুন। তারপর এই লিংক http://proxpn.com/installproXPN.exeএ ভিজিট করুন এবং সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি চালু হলে নিচের ছবির মত আসতে পারে তাই অটা বন্ধ করে দিন। এই সফটওয়্যার দিয়ে কোন কাজ নাই, এর এর যন্ত্রাংশর বেশ প্রয়োজন


এবার আপনার কম্পিউটার এর যে ড্রাইভ এ উইন্ডোজ ইন্সটল করেছেন সেই ড্রাইভে “proXPN” সফটওয়্যার ইন্সটলেশন ডিরেক্টরি তে প্রবেশ করুন করুন তারপর “Bin” নামের একটা ফোল্ডার পাবেন সেটাতে প্রবেশ করুন। যেমনঃ C:\Program Files\proXPN\bin

এবার সেখানে আপনি নিচের ছবির মত বেশ কয়েকটি ফাইল দেখতে পাবেন সেখানে থেকে চিন্নিত ফাইল দুইটির (openvpn.exe ও proxpn.exe) চালু করার পারমিশন পরিবর্তন করতে হবে। অর্থাৎ run as Administrator হিসেবে চালাতে হবে।


এবার এই লিংক এ ক্লিক করুনhttps://www.dropbox.com/s/8m9na38f0xhhap5/free_vpn_by_rahi.zip?m এবং জিপ ফাইলটি ডাউনলোড করুন। এর পরে সেখানে কয়েকটি ফাইল পাওয়া যাবে সেই ফাইলগুলো আনজিপ করে আপনার ডেক্সটপ এ নতুন একটি ফোল্ডার তৈরি করে সংরক্ষন করুন।

এর পরে ফাইলগুলোর মধ্য থেকে vpn_by_rahi.ovpn ফাইলের উপরে রাইট ক্লিক করুন এবং নিচের দেখানো ছবির মত করে এ ক্লিক করুন।

এবার কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন আপনার ইন্টারনেট কানেকশন নিচের ছবির মত একটি ইনফরমেশন ম্যাসেজ দিবে(Initialization sequence Completed)তাহলেই মনে করবেন আপনার ফ্রি ইন্টারনেট সার্ভিস অ্যাক্টিভ হয়ে গেছে ।

এই ভিপিএন ব্যবহার করার কারনে ব্লক হয়ে যাওয়া সকল ওয়েব সাইটগুলোও দেখতে পারবেন যেমনঃ ইউটিউব ও অনান্য যেকোনো ব্লক করা ওয়েব সাইট ।

সাবধানতাঃ
► ফোনের মেইন ব্যলান্স এ কোনো টাকা রাখবেন না।
► পারতপক্ষে গ্রামীণফোনের সিম ইউজ করুন কারন একমাত্র গ্রামীণফোন সিমেই ডাটা ইউজাস না থাকলেও কানেক্ট করা যায়।
► গ্রামীণফোনের ১MB অথবা 3MB এর প্যাকেজ নিন। P1 প্যাকেজ দিয়েও হবে তবে এই প্যকাজে 10 MB ইউজ এর পর ফেয়ার ইউজাস পলিসি apply করে। তাই স্পিড কমে যায়। 1MB/3MB প্যাকেজ গুলোতে ফেয়ার ইউজাস পলিসি নেই।
► ফোনে সেই পরিমান রিচার্জ করুন যে পরিমান টকা প্যাকেজ কিনতে লাগে। যেমন 3 MB প্যকেজ কিনতে ১৫ টাকা রিচার্জ করুন। 



Comments

Popular posts from this blog

বাংলা নাটক ও ছিনেমা

article submit of earn guest post

Answer&question-Forum problem solve