Only need download link, no any software

Only need download link, no any software

http://www.saveyoutube.com

http://www.keepvid.com/

http://www.bestvideodownloader.com/


http://vube.com

Vube হচ্ছে বিশ্বের সাথে আপনার ভিডিওগুলিকে শেয়ার করতে আপনার জন্য সম্পূর্ণ নতুন একটি রাস্তা! আপনার নিজের চ্যানেল তৈরি করুন এবং আজই আপনার ভিডিওগুলিকে আপলোড করুন! আপনি হাজার হাজার, এবং সম্ভবত লক্ষ লক্ষ স্থানীয় দর্শকদের কাছে পৌঁছে যেতে সক্ষম হবেন। Vube হচ্ছে সম্পূর্ণরূপে বিনামূল্যের – সাইন আপ করুন এখনই!


http://earnfrombangladesh.bd24x7.com

ইউটিউব থেকে আয়

অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে  ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায় । বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনি আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে । ভিডিও তৈরী করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন । তবে আপনি কেন পারবেন না । এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেস্টা করব কিভাবে ইউটিউব থেকে আয় করা যায় ।

নিম্নে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হল-
আপনি ভিডিও তৈরীর জন্য দুইটি পথ অবলম্বন করতে পারেন । প্রথমটা হল- ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করুন । আর আপনার যদি কোন ভিডিও ক্যামেরা  না থাকে তাহলে আপনি এক্ষেত্রে আপনার কম্পিউটার ব্যবহার করতে পারেন। একটা বিষয়কে মাথায় রাখবেন, তাহল- আপনাকে অবশ্যই মজাদার / শিক্ষনীয় ভালমানের ভিডিও তৈরী করতে হবে। যদি আপনি আপনার চ্যানেলটিকে টিউটোরিয়ালের নির্ভর করতে চান তবে আপনি এখানে ভিডিও টিউটোরিয়ালই আপলোড করেন অন্য কিছু নয় । কিংবা যদি ভিডিও গান বা নাটক এর চ্যানেল বানাতে চান তবে তাও বেশ জনপ্রিয় হতে পারে । একটা কথা মাথায় রাখতে হবে আপনি যখন আপনার ভিডিও গুলি আপলোড দিবেন, তখন অবশ্যই আপনার কী-ওয়ার্ডগুলো দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনার ভিডিও এর ডেসক্রিপশনটাও দিয়ে দিবেন। এবার আপনার আপলোডকৃত ভিডিও বিভিন্ন সোসিয়াল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন। কারন শুধু আপলোড করে দিলেই হবে না  জনপ্রিয় হতে হলে আপনার ভিডিওগুলো বিভিন্ন সোসিয়াল নেটওয়ার্কিং সাইট যেমন: ফেসবুক, টুইটার, গুগোল+ ইত্যাদি সমূহে শেয়ার করুন।

কিভাবে ইউটিউব থেকে আয় করবেন

আপনি যদি উন্নতমানের জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, বা আপনার চ্যানেল জনপ্রিয় হয় তাহলে আপনি ইউটিউবের এ্যাডসেন্স পার্টনারশীপ থেকেই একটা অফার পেতে পারেন। ওরা আপনাকে পার্টনার করলে প্রতি মাসে একটা ভাল এমাউন্টের টাকা আপনাকে দিবে ।এই লিংকে ক্লিক করে YouTube Partnership http://www.youtube.com/yt/creators/creator-benefits.html পার্টনারশীপের জন্য আবেদন করতে পারেন ।

এছাড়াও বিভিন্ন পন্যের ভিডিও রিভিউ দিয়ে  বা  বিভিন্ন এ্যাডভারটাইজিং ভিডিওয়ের মাঝে দিয়ে আয় করা যায় । এছাড়া  ভিডিওয়ের ডিসক্রিপশনে বিভিন্ন পন্যের এফিলিয়েট লিংক দিয়ে দি্তে পারেন। কোন পন্য বিক্রয় হলেই আপনি টাকা পাবেন।

তাছাড়া আপনি যদি সুন্দর একটা নামের বা ভাল কী-ওয়ার্ডের চ্যানেলের মালিক হন তবে সেটা পরে বিক্রি করে দিতে পারেন ।অনেকেই আছে যারা টার্গেটেড কিওয়ার্ডের বা সুন্দর নামের চ্যানেল ক্রয় করে থাকেন । যদিও ইউটিউব অফিসিয়ালী এটা সাপোর্ট করে না কিন্তু তার পরেও হয় । তবে এটা সময় সাপেক্ষ ।

মোট কথা আপনি যদি কোয়ালিটি সম্পন্ন জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তাহলে আপনিও ইউটিউব থেকে আয় করতে পারেন বেশ কয়েক হাজার হাজার টাকা। 



http://forum.daffodilvarsity.edu.bd/index.php?topic=7182.0

http://www.keepvid.com/



http://www.saveyoutube.com

http://www.bestvideodownloader.com/


http://forum.daffodilvarsity.edu.bd/index.php?topic=7182.0
Youtube থেকে সফটওয়্যার ছাড়াই যে কোন Video Download করা

« on: April 23, 2012, 09:04:31 AM »

Youtube থেকে সফটওয়্যার ছাড়াই যে কোন Video Download করা যায়।এর জন্য আপনি www.keepvid.com go to keep vid এ যান । দেখবেন link দেবার একটা জায়গা পাবেন। প্রথমে http://www.youtube.com এ গিয়ে একটি Video এর পেজে ঢুকে link টি কপি করে নিন ।এর পর www.keepvid.com এ গিয়ে link টা pest করেন।‍ ২টি ফরম্যাটে পাবেন Flv low quality আর mp4 high quality। Download দিন দেখবেন Download হচ্ছে।

Important Tutorial For DIU Forum Member........!!! 

http://www.facebook.com/bbasujon

আমি বড় স্বপ্ন দেখি, আপনি ? I have a big dream, you?]


YouTube ভিডিও শেয়ারের মাধ্যমে আয় করুন

অনলাইনে টাকা আয় করা যায় এরকম কথা শুনেন নি এই ধরণের লোক বর্তমানে পাওয়া অনেকটা

কষ্টকর হয়ে পড়েছে। আর এই ব্লগেতো পাওয়ার কথাই না। অনলাইনে আয়ের হাজার হাজার

পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি আছে যা অনেকেরই জানা নাই। আর তা হল- YouTube ভিডিও এর মাধ্যমে আয়।

আপনারা হয়তো ভাবছেন আমি মসকরা করছি। কিন্তু এটা কোন মসকরা নয়। সত্যিই বিশ্বের

সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনি আয় করতে পারবেন অনেক বড়

অংকের টাকা। নিচে আমি কয়েকজন ব্যাক্তির নাম ও তাদের আয়ের পরিমান উল্লেখ করলাম-

1. Shane Dawson (431 million views and earn $315,000)
2. The Annoying Orange (349 mil views and earn $288,000)
3. Philip DeFranco (248 mil views and earn $181,000)
4. Ryan Higa (206 mil views and earn $151,000)
5. Fred (200 mil views and earn $146,000)

কিভাবে আয় করবেন?

YouTube থেকে আয়ের অনেক উপায় রয়েছে। নিম্নে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হল-

১. সুন্দর একটা YouTube Channel Name তৈরী করুন

প্রথমে YouTube এ গিয়ে একটা ফ্রি রেজিষ্ট্রেশন করুন। একাউন্ট তৈরী করার সময় যেকোন নাম

না দিয়ে এমন নাম দেন যার সার্চ বেশী, যে নাম যে কেউ মনে রাখতে পারবে।

২. ভিডিও তৈরী-

ভিডিও তৈরীর জন্য আসলে দুইটি পথ অবলম্বন করা যেতে পারে। প্রথমটা হল- ভিডিও ক্যামেরা

দিয়ে ভিডিও তৈরি করা। আপনার যদি কোন ক্যামেরা না থাকে তাহলে আপনি আপনার

কম্পিউটার ব্যবহার করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, অবশ্যই ভাল সফটওয়্যার

ব্যবহার করতে হবে এবং আপনার কম্পিউটার দ্রুত থাকতে হবে। শুধু একটা বিষয়কে মাথায়

রাখবেন, তাহল- আপনাকে অবশ্যই মজাদার ভিডিও তৈরী করতে হবে। মজাদার বলতে আমি

কমেডি ফিল্ম তৈরী করার কথা বলছিনা। আমি বলছি, আপনার ভিডিও ভিউয়ারদের জন্য

আনন্দদায়ক এবং তারা যেই ধরণের ভিডিওর জন্য সার্চ করছেন সেই ধরণের ভিডিও।

উদাহরণস্বরুপ, আপনি একটা Channel তৈরী করলেন ফটোশপ টউটোরিয়ালের আর আপলোড

করলেন বিভিন্ন কার্টুন, তাহলতো হল না। আপনি আপনার চ্যানেল যদি থাকে টিউটোরিয়ালের

উপর তাহলে আপনি এখানে ভিডিও টিউটোরিয়ালই আপলোড করেন।

৩. আপনার ভিডিও YouTube এ আপলোড-

আপনি যখন আপনার তৈরীকৃত ভিডিও আপলোড দিবেন, তখন অবশ্যই আপনার কী-ওয়ার্ডগুলো

দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনার ভিডিও এর ডেসক্রিপশনটাও দিয়ে দিবেন। আপনার ভিডিও

এর সাথে আপনার ওয়েবসাইটের URL টাও দিয়ে দিবেন।

৪. আপনার আপলোডকৃত ভিডিও বিভিন্ন সোসিয়াল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন-

শুধু যে ভিডিও আপলোড করে দিলেন আর আপনি ট্রাফিক পেয়ে গেলেন, এটা ঠিক নয়। আপনি

আপনার ভিডিওগুলো বিভিন্ন সোসিয়াল নেটওয়ার্কিং সাইট যেমন: ফেসবুক, টুইটার, গুগোল+

ইত্যাদি সমূহে শেয়ার করুন।

৫. আপনার ভিডিওয়ের জন্য ব্যাকলিংক তৈরী করুন-

একটা কথা ভাল করে মনে রাখবেন, YouTube ভিডিও পাবলিশিংও এক ধরনের ব্লগিং। তাই,

আপনাকে ইউটউব, গুগোল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে ভাল অবস্থানে আসার জন্য অবশ্যই কিছু

ব্যাকলিংক তৈরী করতে হবে। শুধু আপনার টপিক রিলেটেড সাইটে লিংক তৈরি করুন।

৬. আপনার প্রতিযোগীদের বা আপনার মত কাজ করছেন এরকম লোকদের অনুসরণ করুন,

আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার প্রতিযোগীদেরকে অনুসরণ করুন। দেখুন তারা

কিভাবে সফল হচ্ছেন। তাদের সফলতার ইতিহাসটা পড়ুন।

৭(ক). কিভাবে YouTube থেকে টাকা আয় করবেন?

এতক্ষণ যা বললাম তাহল, কিভাবে একটা ভিডিও তৈরী করবেন বা কিভাবে আপনার চ্যানেলে

ট্রাফিক বৃদ্ধি করবেন। এখন আমরা জানবো কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করবেন।

আপনি যদি উন্নতমানের জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তাহলে আপনি ইউটিউবের

এ্যাডসেন্স পার্টনারশীপ থেকেই এটা অফার পেতে পারেন। তারপর আপনাকে YouTube

Partnership Program (YPP) এর জন্য অফার করতে হবে। YouTube Partnership

Program (YPP) পাতা ভিজিট করার জন্য এখানে ক্লিক করুন। যদি তারা আপনাকে রিজেক্ট

করে তাহলে ‍পুনরায় এপ্লাই করার জন্য আপনাকে আরো ২ মাস অপেক্ষা করতে হবে। আর যদি

আপনার চ্যানেলকে তারা একসেপ্ট করে তাহলে মিষ্টি ‍মুখ করেন। কারণ, তারা আপনাকে প্রতি

মাসে $200 দিবে। কি মজা!

৮(খ). কিভাবে YouTube থেকে টাকা আয় করবেন?

# এফিলিয়েট পন্যের ভিডিও রিভিউ দিয়ে।

# এ্যাডভারটাইজিং স্লট ভিডিওয়ের মাঝে দিয়ে।

# আপনার ভিডিওয়ের ডিসক্রিপশনে এ্যাড স্লট দিয়ে।

# তাছাড়াও আপনি যদি ভাল কী-ওয়ার্ডের একটা ইউটিউব চ্যানেল তৈরী করতে পারেন, তাহলে

আপনি ঐ চ্যানেল বিক্রি করেও টাকা আয় করতে পারেন।

আপনি যদি কোয়ালিটি ও জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তাহলে আপনিও আয় করতে

পারেন হাজার হাজার ডলার।

সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ্‌ হাফেজ।

http://earnfrombangladesh.bd24x7.com

ইউটিউব থেকে আয়

অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে  ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায় । বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনি আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে । ভিডিও তৈরী করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন । তবে আপনি কেন পারবেন না । এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেস্টা করব কিভাবে ইউটিউব থেকে আয় করা যায় ।

নিম্নে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হল-
আপনি ভিডিও তৈরীর জন্য দুইটি পথ অবলম্বন করতে পারেন । প্রথমটা হল- ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করুন । আর আপনার যদি কোন ভিডিও ক্যামেরা  না থাকে তাহলে আপনি এক্ষেত্রে আপনার কম্পিউটার ব্যবহার করতে পারেন। একটা বিষয়কে মাথায় রাখবেন, তাহল- আপনাকে অবশ্যই মজাদার / শিক্ষনীয় ভালমানের ভিডিও তৈরী করতে হবে। যদি আপনি আপনার চ্যানেলটিকে টিউটোরিয়ালের নির্ভর করতে চান তবে আপনি এখানে ভিডিও টিউটোরিয়ালই আপলোড করেন অন্য কিছু নয় । কিংবা যদি ভিডিও গান বা নাটক এর চ্যানেল বানাতে চান তবে তাও বেশ জনপ্রিয় হতে পারে । একটা কথা মাথায় রাখতে হবে আপনি যখন আপনার ভিডিও গুলি আপলোড দিবেন, তখন অবশ্যই আপনার কী-ওয়ার্ডগুলো দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনার ভিডিও এর ডেসক্রিপশনটাও দিয়ে দিবেন। এবার আপনার আপলোডকৃত ভিডিও বিভিন্ন সোসিয়াল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন। কারন শুধু আপলোড করে দিলেই হবে না  জনপ্রিয় হতে হলে আপনার ভিডিওগুলো বিভিন্ন সোসিয়াল নেটওয়ার্কিং সাইট যেমন: ফেসবুক, টুইটার, গুগোল+ ইত্যাদি সমূহে শেয়ার করুন।

কিভাবে ইউটিউব থেকে আয় করবেন

আপনি যদি উন্নতমানের জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, বা আপনার চ্যানেল জনপ্রিয় হয় তাহলে আপনি ইউটিউবের এ্যাডসেন্স পার্টনারশীপ থেকেই একটা অফার পেতে পারেন। ওরা আপনাকে পার্টনার করলে প্রতি মাসে একটা ভাল এমাউন্টের টাকা আপনাকে দিবে ।এই লিংকে ক্লিক করে YouTube Partnership http://www.youtube.com/yt/creators/creator-benefits.html পার্টনারশীপের জন্য আবেদন করতে পারেন ।

এছাড়াও বিভিন্ন পন্যের ভিডিও রিভিউ দিয়ে  বা  বিভিন্ন এ্যাডভারটাইজিং ভিডিওয়ের মাঝে দিয়ে আয় করা যায় । এছাড়া  ভিডিওয়ের ডিসক্রিপশনে বিভিন্ন পন্যের এফিলিয়েট লিংক দিয়ে দি্তে পারেন। কোন পন্য বিক্রয় হলেই আপনি টাকা পাবেন।

তাছাড়া আপনি যদি সুন্দর একটা নামের বা ভাল কী-ওয়ার্ডের চ্যানেলের মালিক হন তবে সেটা পরে বিক্রি করে দিতে পারেন ।অনেকেই আছে যারা টার্গেটেড কিওয়ার্ডের বা সুন্দর নামের চ্যানেল ক্রয় করে থাকেন । যদিও ইউটিউব অফিসিয়ালী এটা সাপোর্ট করে না কিন্তু তার পরেও হয় । তবে এটা সময় সাপেক্ষ ।

মোট কথা আপনি যদি কোয়ালিটি সম্পন্ন জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তাহলে আপনিও ইউটিউব থেকে আয় করতে পারেন বেশ কয়েক হাজার হাজার টাকা। 


http://tutorialbd.com/bn/?p=5264

ভিডিও কনটেন্ট হতে পারে আয়ের উৎস

নভেম্বর 18, 2010

By মাহবুব টিউটো

বেশ কিছূ লোকের সাথে বিভিন্ন সময় আলাপ হয় আমার সাথে। এদের মধ্যে অনেকে অনলাইনে একটা আয়ের অনুসন্ধান করছেন। কেউ কেউ বলেন যে কিভাবে অনলাইনে আয় করা যায়? প্রথমতঃ এডসেন্স দ্বিতীয়তঃ ফ্রিল্যান্সিং এই দুইটা পথ দেখাই এবং বলি যে অনলাইনে আয় খুব সোজা কোন বেপার না, অসম্ভবও না। ব্লগিং এর জন্য হাসানভাইয়ের ব্লগটি দেখিয়ে দেই ফ্রিল্যান্সের জন্য প্রথমে পড়া লেখা করার পরামর্শ দেই। আগে শিখতে হবে তার পরে কাজ করতে হবে।

সবচেয়ে মজার বেপার হলো অনেককে দেখি ব্লগিং শেখার আগেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশ শিখে ও শেখানো শুরু করে। কাজ না শিখেই ফ্রিল্যান্স সাইটগুলোতে বিড করতে নেমে পরে। আর মনে করে কিছু দিনের মধ্যেই অনেক টাকার মালিক হয়ে যাবে। কোন কাজে খুব বেশি সফলতা অর্জন না করে মন খারাপ করে এই দুটি পথকে অনেক কঠিন ভেবে অন্য পথ ধরে-এরকম লোকের সংখ্যাই বেশি।

যারা ভাল আর্টিকেল লেখতে পারেন না তারাও চাইলে বেশ কিছু কাজে হাত দিতে পারেন বলে আমি মনে করি। সেটাকে ব্লগিং বলা যায় কিনা জানি না। আমি ব্যাক্তিগতভাবে এগুলো তেমন পছন্দ না করলেও কয়েকজনকে এ বেপারে সফল হতে দেখেছি।

এ বেপারে একটা কথা বলে রাখা ভাল। একটি ইংরেজী ব্লগে ওয়েবের ভবিষ্যত বানীতে বলা হয়, এখন যারা ভাল কনটেন্ট বানাতে পারবে তারাই ভবিষ্যত ওয়েবে সফল হবে। ডিজাইন মূল্যহীন হয়ে পড়বে।

ভিডিও কনটেন্ট

তাই ভাল কনটেন্ট মানে শুধু ব্লগিং-ই নয়। বেশ কিছু দিন আগে একজন টিউটোরিয়ালবিডি পাঠকের সাথে ফেসবুকে আলাপ শুরু হলো। সে ব্লগিং এ তেমন পারদর্শি নন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেও নেই গভীর জ্ঞান, ফ্রিল্যান্সারও নন। অথচ বেশ কিছু ভিডিও তৈরী করেছেন এবং ইউটিউবে আপলোড করার পরে ব্যাপক সারা পেয়েছেন।

ভিডিও শেয়ারিং সেইটে ভিডিও কনটেন্ট বানিয়েও বেশ ভাল আয়ের পথ সুগম হতে পারে। (এ বেপারে আমি অতটা পারদর্শী না হলেও) বলতে পারি অনেকেই ভিডিও কনটেন্টে সফলতা অর্জন করেছেন। যে টিউটোরিয়ালটি লিখিত ভাষায় অনেক সাইটে দেখা যায় তার খুব কম সংখ্যকই ভিডিও ফরমেটে আছে। আথচ বিশ্বে ভিডিওর চাহিদা অনেক অনেক বেশি। কোন একটি বিষয়ে পাঠ করে করে আর স্ক্রিনসট দেখে দেখে শিখা যতটা ব্যাবহার বান্ধব তার চেয়ে অনেক সুবিধা পাওয়া যায় ভিডিও দেখে শিখলে।

ইউটিউব প্রথম আপনাকে কোন টাকা পয়সা দিবে না। ভিডিও’র এবং আপনার চ্যানেলের জনপ্রিয়তা একটি নির্দিষ্ট পর্যায়ে গেলে আপনার ভিডিও থেকে আয়ের একটা অংশ আপনাকে দেওয়া হবে।

এ জন্য প্রয়োজন

মনে করতে পারেন যে, ভিডিও তৈরীতে আপনার প্রয়োজন হবে অনেক দামি ক্যামেরা বা দামী দামী জিনিস। আথচ খুব কম খরচে আপনার কম্পিউটারে বসে বসে ভিডিও বানিয়ে তা শেয়ার করতে পারেন।

ভিডিও তৈরীর জন্য ১২টি টুল থেকে  পছন্দ মতো একটি ডাউনলোড করে নিন। স্ক্রিনে যা দেখা যাবে তার একটি অংশ ভিডিও রূপে সংরক্ষনের ব্যাবস্থা আছে এখানে। আপনার কম্পিউটারের হেডফোনের মাধ্যমে সাউন্ড সেভ করতে পারেন।এ ক্ষেত্রে শুধু স্ক্রিনের ছবিই ভিডিও  হবে।

একটি ডিজিটাল ক্যামেরা কিনে নিতে পারলে বিভিন্ন ধরনের ভিডিও তৈরী করে নিতে পারবেন।

ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে হলে অবশ্য বেশ কিছু জিনিস শিখে নিতে হবে। ভাষাগত উচ্চারণ ও স্পষ্টতা সম্পর্কে ভাল দক্ষতাও থাকতে হবে। ভিডিওগ্রাফী ও ভিডিও এডিটিং এ বেশ কিছু বিষয় শিখে নিতে পারেন।

http://www.techtunes.com.bd/setelite-tv/tune-id/206330

ইউটিউব এর বিকল্প CLIP . DJ

ইউটিউব এখনো যারা ঢুকতে পারছে না তাদের জন্য এই পোস্ট ৷ http://clip.dj/# এই লিঙ্কে দয়া করে ঢুকুন ৷ এরপর যে ভিডিও দেখতে চান তার URL লিখে সার্চ দিন ৷ এরপর যে ভিডিও  দেখতে চান তা আসবে ৷ এরপর ডাউনলোড ক্লিক করুন ৷ তারপর উপরে ডানে তাকান নামসহ বিভিন্ন ডাউনলোড পদ্ধতি আসবে ৷ ক্লিক করুন ডাউনলোড শুরু হবে ৷ আর ভিডিও দেখার জন্য নামের উপর ক্লিক করুন ৷   (dj ndd forever)


Comments

Popular posts from this blog

বাংলা নাটক ও ছিনেমা

article submit of earn guest post

Answer&question-Forum problem solve