Payment Method site
Payment Method site:
https://www.paypal.com/
https://www.paxum.com
Money fund security
https://www.globalcashcard.com
https://www.paypal-prepaid.com/
http://www.mastercard.com/global
http://www.Global digital pay.com
World wide bank
http://www.saxobank.com
http://www.migbank.com
http://finance.mapsofworld.com/financial-market/world-share/us.html
List of World's Largest Banks
http://computerbarta.com/পেওনিয়ার-মাস্টার-ডেবিট/
“পেওনিয়ার” মাস্টার ডেবিট কার্ড টাকা আনার সহজ উপায় পর্ব-১
বাংলাদেশে অথবা সেসব দেশে যেখানে পেপাল সুবিধা নেই সেখানে অনলাইনের টাকা পাওয়ার অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ড। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট (মার্কেট প্লেস) থেকেও টাকা উত্তোলনের সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি হচ্ছে Payoneer সাইট কর্তৃক প্রদত্ত একটি ডেবিট মাস্টারকার্ড। এই পদ্ধতিতে আপনি টাকা খুবই দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। উত্তোলনের পাশাপাশি কেনাকাটাও করতে পারবেন (অনলাইনে এবং আশে পাশের দোকান/মার্কেট থেকে। এমনকি এর মাধ্যমে বিদেশে অবস্থিত আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধব তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে। (চয়েস ব্যাংক (USA) এই কার্ড টা ইস্যু করে, আর লাইসেন্স দেয় MasterCard International Incorporated.)
পেওনার সাইট থেকে সরাসরি এই কার্ডের জন্য আবেদন করা যায় না। এটি পেতে হলে ফ্রিল্যান্সিং যে কোন একটি সাইট (রেন্ট-এ-কোডার, গেট-এ-ফ্রিল্যান্সার বা ওডেস্ক)-এ আপনার একটি একাউন্ট থাকতে হবে।
পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ড কি?
এটি অন্য সব ক্রেডিট কার্ডের মতই, এটি একটি বাস্তব কার্ড (ভার্চুয়াল নয়), এটি অন্য সকল প্লাস্টিক কার্ডের মতই কাজ করে, এটি একটি প্রিপেড বা ডেবিট কার্ড আর এরজন্যে আপনার কোন ব্যাংক একাউন্টও থাকা প্রয়োজন নয়। এটি আপনার ওডেস্ক প্রোফাইলের সাথে সংযুক্ত থাকে আর আপনি আপনার অডেস্ক ইনকাম ডেবিট কার্ডে নিয়ে আসতে পারেন।
কিভাবে অডেস্ক মাস্টারকার্ডের জন্যে আবেদন করবেন?
ধরুন আপনার ওডেস্ক (মার্কেট প্লেস) এ একাউন্ট আছে।
ওডেস্কে এ লগিন করুন। Wallet Tab এ ক্লিক করুন। তারপর Withdraw Earnings এ যান। ওখানে Add a payment mehod এ ক্লিক করুন। ওখানে থেকে সাইন আপ করুন। আপনার নাম, ঠিকানা ইত্যাদি দিন। আপনার সিকিউরিটি ডকুমেন্ট (National ID/Passport or Driving L.) ইত্যাদি দিতে হবে স্ক্যান করে। মনে রাখবেন, যে ঠিকানা ব্যাবহার করবেন, তা যেন নির্ভুল হয়। কারন এই ঠিকানা বরাবর পেওনিয়ার তাদের কার্ড টি পাঠাবে। অ্যাপ্লিকেশন বা আবেদনটি দাখিল করার পর, পেওনিয়ার আপনার বিবরণ যাচাই করে দেখবে আর আপনি যদি ওডেস্ক প্রিপেড মাস্টারকার্ড পাওয়ারড বাই পেওনিয়ার পাওয়ার যোগ্য হন তবে তারা কার্ড পাঠাতে রাজি হবে।একবার আপনার আবেদন সম্মতি পেয়ে গেলেই তারা সাধারণ ডাক মাধ্যমে আপনার কার্ডটি আপনার নিকট পাঠিয়ে দিবে।
সাধারনত ওরা রাজি হয়, যখন দেখবে আপনার ওডেস্ক একাঊন্ট এ কিছু টাকা আছে।
প্রশ্নঃ আমি মার্কেট প্লেস থেকে এখনো কাজ পাই নি। আমি কি আবেদন করতে পারবো?
উত্তরঃ অবশ্যই আপনি আবেদন করতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে পেওনিয়ার এই আবেদনটি গ্রহণ করবে। কারণ, আপনাকে কার্ড দেওয়ার জন্যে তারা একটাই লাভ পায় সেটা হলো আপনার কাছ থেকে পাওয়া মাসিক চার্জ। যদি কোন আয় রোজগারই নেই, তবে মাস্টারকার্ড নেওয়াটাও অহেতুক।
প্রশ্নঃ আমি কি বাংলাদেশ থেকে অডেস্ক পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড-এর জন্যে আবেদন করে কার্ড পেয়ে যাবো?
উত্তরঃ হ্যা। অবশ্যই পাবেন। যদি আপনার একাউন্ট এ কিছু টাকা থাকে। অবশ্য টাকা না থাকলেও অনেক সময় পেওনিয়ার কার্ড ইস্যু করে। সেজন্য ভালো একটা প্রোফাইল থাকা তা জরুরী। অর্থাৎ পেওনিয়ার যদি মনে করে এই প্রোফাইল দিয়ে রোজগার করা সম্ভব। বাংলাদেশে ইতোমধ্যে হাজার হাজার ফ্রি-ল্যান্সার বা অস্থায়ী কর্মী ওডেস্কে কাজ করছে। একটি হিসেব অনুযায়ী এ পর্যন্ত ৭২,০০০০.০০ ঘন্টা কাজ হয়েছে বাংলাদেশ থেকে যা ওডেস্ক এর কাজের ১২%।
প্রশ্নঃ বাংলাদেশে ওডেস্ক পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড পেতে কত সময় লাগতে পারে?
উত্তরঃ ওডেস্ক ডেবিট কার্ডটি আপনার ঠিকানায় সাধারণ ডাক দ্বারা পাঠানো হবে (কোন বানিজ্যিক ডাক নয় । যেমনঃ ফেডেক্স ) আর এতে আপনার ঠিকানায় কার্ডটি পৌছাতে প্রায় ২৫ থেকে ৩৫ দিন সময় লেগে যেতে পারে। (অনেক সময় কার্ড আসে না ডাক বিভাগের কারনে)
আরো দ্রুত আনতে পারেন ডিইচ এল এর মাধ্যমে ৩-৫ দিন লাগবে। এতে গ্যারান্টি আছে। তাই ডিএইচ এল ই ভালো।
চলবে……………….. হাসান মাহমুদ তানভীর
http://cj-bd.blogspot.com/2012/06/blog-post_9092.html
ফ্রী মাস্টার কার্ড পাবার সহজ উপায়
অনলাইনের ভাই ও বোনেরা কেমন আছেন ?আমরা অনেকেই অনলাইনে কাজ করি কিন্তু আমারদের অনেকেরই মাস্টারকার্ড নেই ।বাংলাদেশের মাস্টারকার্ড বাবহার করার সমস্যা আরো বেশি ।প্রতিবছর ৫০০-১০০০ টাকা লাইন চার্জ বা ভাট দিতে হয় ।এখন যদি আপনি ১ বছর ইন্টারনেটে কাজ না করেন তারপরও আপনাকে মাস্টার কার্ড এর বিল দিতেই হবে ।তো আর ভেবে কি লাভ পেপাল ও বাংলাদেশে সাপোর্ট করে না ।মন খারাপ করবেন না ,আমি আজ আপনাদের এমন একটি মাস্টারকার্ড দিবো যার কোনো লাইন রেট বা বাৎসরিক ভাট দিতে হবে না ।এবং এই মাস্টারকার্ড সব জায়গায় সাপোর্ট করবে ।
এই মাস্টারকার্ড যে কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় নিতে হবে ।আমি আজ ওডেস্ক থেকে কিভাবে মাস্টারকার্ড নেওয়া যাবে তার উপায় বলে দিবো এবং কোনো কোম্পানিতে কর্মরত ছাড়া কিভাবে মাস্টারকার্ড পাওয়া যায় তার উপায় বলে দিবো ।
প্রথম ধাপ
ওডেস্ক এ যাদের একাউন্ট করা আছে তারা এখান থেকে ওডেস্ক এ লগইন করুন এবং যারা এখনো ওডেস্ক এ
একাউন্ট করেন নাই তারা এখনি এখান থেকে ওডেস্ক এ একাউন্ট করে নিন ।
দৃতীয় ধাপ
এখন Wallet>Withdrawal Method>Payoneer Debit Card>Sign Up Now এ ক্লিক করুন ।
তৃতীয় ধাপ
এখন গেট ইউর প্রিপেইড মাস্টার কার্ড নাও এ ক্লিক করুন এবং তিনটা স্টেপ সটিক ভাবে পূরণ করুন ও ফিনিস করুন ।
বিশেষ দ্রষ্টব্য : তিনটা স্টেপ খুবই ভালোভাবে ও সঠিক ভাবে পূরণ করুন কেননা ভুল হলে তা আর কখনো
সংশোধন করা যাবে না ।
চর্তুথ ধাপ
এখন আপনার ইমেইল চেক করুন দেখবেন কার্ড পাবার বিস্তারিত লেখা আছে ।
এখন আপনার ইমেইলে আসা মেইল অনুসরণ করুন ও ২০ দিনের মধ্যে আপনার পোস্ট অফিস থেকে আপনার মাস্টারকার্ড নিয়ে নিন ।
প্রথম ইমেইল
পঞ্চম ধাপ
কার্ড পাওয়ার পর আপনার কার্ড টি এক্টিভেট করার জন্য পেওনার এ গিয়ে এক্টিভেট ইউর কার্ড এ ক্লিক করে লগিন করুন ও আপনার কার্ড এর নাম্বার দিতে দিন ।কোনো সমস্যা হলে কমান্ড করবেন ।
http://mastercardbd.blogspot.com/
to get free MasterCard from Bangladesh
THIS IS A GUIDE on how to get a Payoneer Prepaid Mastercard for free. If you're a member of the Infolinks In-text advertising network, you can avail of a free Infolinks Mastercard powered by Payoneer.
All you need to do is sign-up for a Payoneer Prepaid Mastercard account before April 1, 2010. The Payoneer Prepaid Mastercard allows you to get payments from Infolinks for revenues generated by your blog(s).
How to get a free Payoneer Prepaid Mastercard
Sign in to your Infolinks account.
Go to the Payoneer sign-up page.
Fill up your cardholder details and card account information.
To verifiy your registration, make sure you have ANY of the following: a National ID, a Passport or a Driver's License.
Agree to the Electronic Disclosures, Card Usage Fees and the Terms and Conditions.
Click on Finish and wait for 30 seconds for confirmation that Payoneer received your order.
The benefits of having an Infolinks Mastercard powered by Payoneer:
Payments from Infolinks will be deposited directly to your Payoneer Mastercard account.
The Payoneer Prepaid (Debit) MasterCard is accepted worldwide or online.
Get cash at ATM’s where Mastercard is accepted.
Easily check your balance and transaction history online.
Source: http://www.coolbuster.net/2010/03/get-payoneer-mastercard-free.html#ixzz11Myvo7qn
বিনামূল্যে পেওনার মাস্টার ডেবিড কার্ড সাথে ২৫ ডলার বোনাস
জুন ৮ ২০১৩
পেওনার মাস্টার ডেবিড কার্ড কি?
পেওনার হচ্ছে ইন্টারনেট বেস্ড ফাইনানসিয়াল সার্ভিস যা যুক্তরাষ্ট্রে অবস্থিত। পেওনার বিনামূল্যে ভার্চুয়াল প্রিপেইড মাস্টার কার্ড দিয়ে থাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে অর্থ উত্তলন এবং লেনদেনের জন্য। বাংলাদেশ সহ বিশ্বের ২১০টিও বেশী দেশে এই ভার্চুয়াল মাস্টার কার্ডটি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে একটি অফারের আওতায় রেফারেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলের উভয়কে ২৫ ডলার করে দিয়ে থাকে পেওনার।
২৫ ডলার পাবার শর্ত:
ফ্রিতে ২৫ ডলার পেতে হলে অবশ্যয় যেকোন রেফারেল থেকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কার্ডে নূন্যতম ১০০ ডলার লোড করতে হবে। ১০০ ডলার লোড করার পরে উভয়ই ২৫ ডলার করে পাবে।
যা যা লাগবে:
১৮ বছর বা তার বেশী বয়সী যেকোন নাগরিক এই কার্ডটির জন্য আবেদন করতে পারেন। এজন্য লাগবে জাতীয় পরিচয় পত্র বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট।
কার্ডটি যেসব কাজে ব্যবহার করতে পারবেন:
যেহেতু এটি মাস্টার কার্ড সেহেতু যেকোন মাস্টার কার্ডের লগো সম্বলিত এটিএম বুথ থেকে টাকা উত্তলন করতে পারবেন, পিওএস এ পেমেন্ট করতে পারবেন এবং অনলাইনে শপিং/পেমেন্ট করতে পারবেন।
যেভাবে টাকা লোড করতে পারবেন:
পেওনার মাস্টার কার্ড দ্বারা ওডেক্স, ইল্যান্স সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা লোড করতে পারবেন। এছাড়াও অনান্য মাস্টার কার্ড থেকে পেওনার মাস্টার কার্ডে লোড করতে পারবেন।
কার্ডের খরচ:
প্রতিমাসে কার্ডের রক্ষাণাবেক্ষণ খরচ ৩ ডলার। কিন্তু মাসে ২ এর অধিক বার লোড করলে খরচ ১ ডলার। তবে কার্ডে ৩ ডলারের কম থাকলে ততটুকই উক্ত মাসের রক্ষাণাবেক্ষণ খরচ হিসাবে কাটবে।
এটিএম থেকে টাকা উত্তলন করলে প্রতি উত্তলন প্রতি ২.১৫ ডলার চার্জ হবে।
এটিএম থেকে টাকা উত্তলন ব্যার্থ হলে .৯০ ডলার চার্জ হবে।
এটিএম থেকে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করলে .৯০ ডলার চার্জ হবে।
নতুন কার্ড বা কার্ড পরিবর্তন এর খরচ ১২.৯৫ ডলার।
তবে অফলাইন (পিওএস) বা অনলাইনে কেনাকাটার জন্য কোন চার্জ নাই।
যেভাবে আবেদন করবেন:
কার্ডটি পাওয়ার তিনটি ধাপ রয়েছে। প্রথম রেজিষ্টেশন দ্বিতীয়ত ঠিকানা নিশ্চিত করন এবং তৃতীয়ত কার্ড গ্রহন।
ধাপ ১:
আবেদন করার জন্য এই লিংককেhttp://share.payoneer-affiliates.com/a/clk/4Q4lJ3 গিয়ে সাইনআপ বাটনের ক্লিক করুন।
এবার Order your Payoneer Prepaid MasterCard® Card এ স্টার্ট হেয়ার এবং স্টেপ-২ ও স্টেপ-৩ এর তথ্যগুলো যথাযথ প্রদান করে নিচের চেকবক্স গুলোতে টিক মার্ক দিয়ে Finish বাটনে ক্লিক করুন।
ধাপ ২:
এর পরে আপনার মেইলে একটি মেইল আসবে তাতে আপনার পরিচয় পত্র আপলোড করার লিংক দেওয়া থাকবে। উক্ত Upload link এ ক্লিক করে আপনার পরিচয় পত্র আপলোড করতে হবে।
ধাপ ৩:
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবার পরে ১-৫ দিনের মধ্যে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে আপনার আবেদন গ্রহন করা হয়েছে কি না। যদি গ্রহন করা হয় তবে ২৫ দিনের মধ্যে আপনার প্রদত্ত ঠিকানায় কার্ড পাঠিয়ে দিবে।
কার্ড সক্রিয় করা:
কার্ডটি হাতে পেলে পেওনার অ্যাকাউন্ট লগইন করে Click here to active your card লিংকে ক্লিক করে আপনার কার্ড নম্বরদিয়ে আপনার পছন্দ মত চার সংখ্যার পিন নম্বর দিন এবার Active বাটনে ক্লিক করলেই হবে। আপনার মেইলে একটি নিশ্চিতকরণ মেইল আসবে।
আপনি আপনার কার্ডের ব্যালেন্ট, লেনদেন পেওনার অ্যাকাউন্ট লগইন করে দেখতে পারবেন।
http://comtunesbd.blogspot.com/2011/07/blog-post_21.html
ফ্রি মাস্টারকার্ড নিন – সম্পূর্ণ ফ্রি
3:48 AM Akashnill No comments
ইন্সটাফরেক্স একটি ফরেক্স ব্রোকার এবং এরা এদের ট্রেডারদের ফ্রি মাস্টারকার্ড প্রদান করে।
আপনি কোন ডিপোজিট না করেই এদের কাছ থেকে একটি মাস্টারকার্ড পেতে পারেন যা দিয়ে আপনি অনলাইনে কেনাকাটা, ফরেক্স সহ সব কাজ করতে পারবেন।
কার্ডটি পেতে আপনাকে কোন টাকা দিতে হবে না, কিন্তু কার্ড পাওয়ার পর আপনার প্রথম মানি রিসিভ থেকে মাস্টারকার্ড কোম্পানি কার্ড Activation এর জন্য $১৬ ডলার কেটে রাখবে। এটা তাদের ফি।প্রথমে আপনাকে ইন্সটাফরেক্সের সাথে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
Open an account http://instaforex.com/open_live_account.php?x=freecard
অ্যাকাউন্ট ওপেন করার পর ইন্সটাফরেক্স “Trader Cabinet” https://secure.instaforex.com/client/index.php/Login এ লগিন করুন।
তারপর বাম পাশের “Account Summary” সাইড বার থেকে “Debit Card” এ ক্লিক করুন।
তারপর ঐ পেইজের নিচ থেকে “Sign Up” এ ক্লিক করুন।
পরবর্তী পেইজে আপনার ইন্সটাফরেক্স অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, I Accept এ টিক দিয়ে “Continue” তে ক্লিক করুন।
“Continue” তে ক্লিক করলে এরপর আপনাকে “Payoneer” এর এক্তি পেইজে নিয়ে যাওয়া হবে। সেই পেইজের নিচে “Get your prepaid MasterCard card Now!” তে ক্লিক করুন।
পরবর্তী পেইজে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন। মনে রাখবেন, এখানে ভুল ঠিকানা দিলে কিন্তু মাস্টারকার্ড আপনার বাসায় আসবে না।
ফর্মটি ফিল-আপ করা হলে “Finish” এ ক্লিক করুন। আপনাকে একটি মেইল পাঠানো হবে। আর ২ দিনের মধ্যে আপনাকে মেইল পাঠিয়ে জানিয়ে দেয়া হবে যে আপনার কার্ড Approve হয়েছে কিনা। Approve হলে আপনি ২৫ দিনের মধ্যে মাস্টারকার্ডটি পেয়ে যাবেন। কার্ড পাওয়ার পর আপনার প্রথম মানি রিসিভ থেকে মাস্টারকার্ড কোম্পানি কার্ড Activation এর জন্য $১৬ ডলার কেটে রাখবে। এটা তাদের ফি। অনেকেই মাস্টারকার্ড দেবার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়। প্রতারিত হবেন না। ফ্রি মাস্টারকার্ড সংগ্রহ করুন। এই কার্ডে আপনি ফ্রি-ল্যান্সিংয়ের টাকাও উইথড্র করতে পারবেন। মাস্টারকার্ডের ফি নিম্নরুপঃ
http://tutorialbd.com/bn/?p=5264
পদ্ধতি দুই
এই পদ্ধতি একটু জটিল তা ঠিক তবে শুরুতে আমিও এ পদ্ধতিটি যেমন ব্যাবহার করতাম তেমনি এখনও একটু বড় এমাউন্ট হলেই এ পদ্ধতিটি ব্যাবহার করি। এটা হচ্ছে ওডেস্ক বা ইনফোলিংস থেকে Payoneer এর কার্ড আপনার ফেসবুক বা ব্লগের কোন বিদেশী বন্ধুকে অনুরোধ করে সংগ্রহ করিয়ে তার ঠিকানায় একটি পেপ্যাল একাউন্ট খুলে তারপর ঐ কার্ডটি একটিভ করে তা দিয়ে পেপ্যাল একাউন্ট ভেরিফাই করে এবার কার্ডটি আপনার কাছে পাঠিয়ে দিতে বলুন। এবার আপনার পেপ্যালে জমাকৃত টাকা এই কার্ডের অনলাইনে একাউন্টে যে কোন সময় উইথড্র করে আপনার কার্ডটি দিয়ে টাকা তুলতে পারবেন নিকটস্থ কোন এটিএম বুথ থেকে যা এ ধরনের লেনদেন সাপোর্ট করে।
আমাকে পেপ্যাল একাউন্ট খুলে দিয়েছে টেকটিউনের টিউনার তারেকবিডি চায়না থেকে তার ঠিকানা দিয়ে।
Read more: http://techtunes.com.bd/freelancing/tune-id/81084/#ixzz1SjfTevyP
Mastercard ATM Booth
1.DEWAN BAZAR
86, Siraj Ud Doula Road, Dewan Bazar
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITYBANK LIMITED
2.KHATUNGONJ
Khatungonj Branch, 282, Khatungonj
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITYBANK LIMITED
Financial Institution
3.FIRINGI BAZAAR, CTG
Malek Market, 06 Shahid Showrawardi Road, Firingi Bazar
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITY BANK LIMITED
On Street
4.AGRABAD BRANCH
11, Finlay House, Agrabad C/a
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITY BANK LIMITED
Financial Institution
5.CHANGOAN R/A
7 Changaon in CHG: Plot # 16 Road # 1 Changaon Residential Area
Chittagong, Chittagong 4212
Owned By: STANDARD CHARTERED BANK
Office Building
6.LALKHAN BAZAR
Shahpuri Tower, 335 Cda Avenue
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITYBANK LIMITED
On Street
7.JUBILEE ROAD, CTG
6/a Musafir Khana Shopping Complex, Nandan Kanan
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITY BANK LIMITED
On Street
8.SADARGHAT ROAD, CTG
229/a, A.r Tower, Sadarghat Road
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITYBANK LIMITED
On Street
9.CENTRE POINT (CTG)
Centre Point, Cheragi Pahar Moor, Momin Road, CTG
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITYBANK LIMITED
Hospital
10.GOLPAHAR
Forum Center, golpahar Morh
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITY BANK LIMITED
11.PATHER HAAT
Patherhat, Noapara, Po-Guzra, Noapara, Raozan
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITYBANK LIMITED
On Street
12.PROBARTAK MOOR BRANCH
Al Nur Badrun Centre, Probartak Moor
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITY BANK LIMITED
Financial Institution
13.COMILLA BRANCH
Nasir Artisan Centre 491/437 Nazrul Avenue
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITY BANK LIMITED
Financial Institution
14.O R NIZAM ROAD
Rahima Center 1839 Cda Avenue, East Nasirabad
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITY BANK LIMITED
Financial Institution
15.KHULSHI, CTG
House 7/a/1, Road 3, South Khulshi
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITYBANK LIMITED
On Street
16.KADOMTOLI BRANCH
Rahat Center, 295, D.T. Road, Kadamtoli
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITY BANK LIMITED
Financial Institution
17.BADDARHAT, CHITTAGONG
Boddarhat Mor, Hotel Kashbon
Chittagong, CHITTAGONG
Owned By: THE CITYBANK LIMITED
Comments
Post a Comment