pendrive clean

 pendrive clean

http://onlineseojobs.blogspot.com/

পেনড্রাইভে ফাইল কপি পেস্টের গতি বাড়িয়ে নিন 

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।

নানা কারণে আমরা কম্পিউটার থেকে পেনড্রাইভে ফাইল কপি করে থাকি। অনেক সময় দেখা যায়, পেনড্রাইভে ফাইল কপি করার প্রক্রিয়া খুব ধীরগতিতে সম্পন্ন হয়। অনেকে কপি-পেস্টের গতি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করেন। তবে আপনি ইচ্ছে করলে সফটওয়্যার ছাড়াই কপি-পেস্টের প্রক্রিয়া দ্রুততর করতে পারেন। এ জন্য প্রথমে My Computer-এ ডানে ক্লিক করে Properties অপশনে যান। এখন Hardware ট্যাব থেকে Device Manager অপশনে যান। এরপর Ports (Com & LPT) থেকে Communications port (COM1) অপশনে দুই ক্লিক দিন। এখন Port Settings থেকে Bits per second হিসেবে সর্বোচ্চ বিট 128000 নির্বাচন করুন। এরপর Flow Control অপশন থেকে hardware নির্বাচন করে OK দিন। এরপর পিসি রিস্টার্ট দিন। এখন পেনড্রাইভে কপি-পেস্ট প্রক্রিয়া আগের চেয়ে দ্রুততর হবে।



http://amarbook.wordpress.com/2010/07/17/পেনড্রাইভ-বা-মেমোরি-কার্/

পেনড্রাইভ বা মেমোরি কার্ডে কোন ফাইল সুপার হাইড হয়ে গেলে কি করবেন ? 


আজকে একটি কমন সমস্যার সমাধান দেবো।হয়তো বিপদে এটি অনেকের কাজে লাগবে।পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় অদূশ্য হয়ে যায়।মনে হয় যেন এতে বুঝি কোন ফাইলগুলো মুছে গেছে। কিন্তু propertise গেলে দেখা যায় জায়গা ঠিকই দখল করে আছে।তার মানে ফাইলগুলো সুপার হাইড হয়ে গেছে।আসলে ভাইরাসে কারনেই এই সমস্যা হয়। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনাদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।


এরকম সমস্যা হলে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন L: হলে L ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-

 attrib -s -r -h -a /s /d


আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।


ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-

 এখানে attrib বলতে attribute এর সংক্ষিপ্ত রুপ বোঝায়।

 s = system file or super hidden

 r = read only

 h = hidden

 a = archive

 /d = directory

 /s = sub directory


Comments

Popular posts from this blog

বাংলা নাটক ও ছিনেমা

article submit of earn guest post

Answer&question-Forum problem solve