Micro jobs site
Micro jobs
http://earningmedia.blogspot.com/2011/01/blog-post.html
অনলাইনে অর্থ উপার্জনের জন্য ৫টি ওয়েবসাইট
অনলাইনে অর্থ উপার্জনের জন্য রয়েছে অনেক ওয়েবসাইট বা মার্কেটপ্লেস। এক এক সাইটের কাজের পদ্ধতি এক এক রকম। কোন কোন সাইটে Bid (আবেদন) করে কাজ পেতে হয়। এসব সাইটে কাজ পাওয়ার জন্য কাজের মূল্য, অভিজ্ঞতা, রেটিং/ফিডব্যাক, কাজের sample ইত্যাদি বিবেচনা করা হয়। নুতন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এসব সাইটে সফল হতে হলে বেশ struggle (চেষ্টা) করতে হয়। অন্যদিকে কিছু মার্কেটপ্লেস রয়েছে, যেখানে কাজ জমা দিয়ে উপার্জন করা যায়, যেমনঃ গ্রাফিক্স ও ওয়েব ডিজাইনের বিভিন্ন elements. এক্ষেত্রে উক্ত ডিজাইন বা elements প্রফেশনালমানের না হলে উক্ত সাইটে গ্রহণযোগ্য হবে না। নুতনদের জন্য এক্ষেত্রেও সফল হওয়ার সম্ভাবনা কম। এসব দৃষ্টিকোণ থেকে মাইক্রো জব সাইটগুলো অনলাইনে উপার্জনের জন্য সত্যিকার অর্থেই সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। এসব সাইটে কোনরুপ Bid করার প্রয়োজন হয় না। যে কোন মূহুর্তে ফ্রি-রেজিষ্ট্রেশন করে কাজ শুরু করা যায়। নিচে ৫টি নির্ভরযোগ্য মাইক্রো জব সাইটের লিষ্ট প্রদত্ত হল।
www.m.tunerpage.com
http://www.microworkers.com
http://www.minuteworkers.com
http://www.shorttask.com
http://www.rapidworkers.com
http://www.myeasytask.com
http://centworkers.com
http://www.clickchores.com
http://intl.earnparttimejobs.com
http://www.microworker
http://www.minuteworkers
http://www.myeasytask
http://www.cloudcrowd
http://www.mturk
http://www.shorttask
http://www.rapidworkers
http://www.desklancer
http://www.webserve
http://www.jobboy
http://www.fiverr
http://www.jobsfor10
http://www.taskarmy
http://www.dataprolinking
http://www.imgigz
http://www.quickbiznet
http://www.neogigs
http://www.pipublic
http://www.micro-workers
http://www.microwebworkers
http://www.chiperr
http://www.theworks
http://www.market-testing
ওডেস্ক এর বিকল্প, এবার আপনিও হতে পারবেন ফ্রীলাঞ্চের
লেখকঃ lyadhora » বিভাগঃ Freelancer, Odesk, Online Tips » তারিখঃ 22 Jan, 2014 » এই পর্যন্ত দেখা হয়েছেঃ 605 বার
সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউন রাইটার এ আমার প্রথম পোস্ট। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একটা সাইটের যার মাধ্যমে আপনারা খুব সহজে ছোট ছোট কাজ করে আয় করতে পারেন। চাইলে আপনারা নিজে কাজ পোস্ট করে খুব অল্প দামে করিয়ে নিতে পারেন। এর দ্বারা আপনারা অতি সহজে ফেসবুক লাইক, টুইটর ফলো ইত্যাদি সহ আর্টিকেল রাইটিং এবং এইও ইত্যাদির কাজ করতে পারেন। তবে আমি নিজে এখানে আর্টিকেল রাইটিং এর কাজ করি। এখানে কাজ করার জন্যে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখনে ক্লিক Free Sinup করুন । সাইন আপ করা অত্যন্ত সহজ। ইমেল, ইউজার নেম , পাসওরড দিয়ে ক্যাপচা টাইপ করে চেক বক্সে ক্লিক করে সাইন আপে ক্লিক করুন। তারপর ইমেইল ভেরিফাই করে নিন। এর সাথে অ্যাকাউন্ট বানানোর কাজ শেষ।
এবার আসি যে ভাবে আয় করবেন। প্রথমে পোস্ট এ জব এ যান। এখন I will এরপর আপনি আপনার জবের হেডিং দিবেন। ( যেমনঃ I will—give 5 article in $5 within 1/2day)। ক্যাটাগরিতে আর্টিকেল রাইটিং ধরিয়ে দেন। তারপর কাজটা কেমন করে করে দিবেন তার অল্প বর্ণনা দেন। এরপরের বক্সে আপনার পরিচয় দেন যে আপনি কি বিষয় নিয়ে কাজ করেন, কি করেন ইত্যাদি ইত্যাদি। এরপর ট্যাগ দিন আর্টিকেল রাইটিং, কতদিনে কাজটি করতে পারবেন সেটি দিন, একটা ছবি অ্যাড করুন। এবং সবশেষে এই অপশন আছে যে কতবার আপনি কাজটা করতে পারবে তা নির্ধারণ করে দিন। অতঃপর সাবমিট করুন এবং অপেক্ষা করুন। বায়ার নক করলে বায়ারের চাহিদা মত কাজ করে দিন।
কাজ পেলেন, কাজ ও করলেন এবার আসি টাকা কিভাবে তুলবেন? টাকা খুব সহজে পেয়জা, পেপাল, পারফেট মানি ইত্যাদির সাহায়্যে তোলা যায়। আর অ্যাকাউন্ট না থাকলে নিচের লিঙ্ক থেকে করে নিন।
আমি আগেই বলেছি এখানে আমি আর্টিকেল রাইটিং এর কাজ করি তাই আর্টিকেল এর কাজ দিয়ে বুঝালাম। কিন্তু আপনই যদি অন্য কোন কাজ পারেন একই ভাবে সেটাও করতে পারেন। এই সাইট থেকে আর এক ভাবে আয় করা যায় সেটা পরবর্তী পোস্টে আলোচনা করবো। পোস্ট টা যদি ভাল লাগে তবে কমেন্ট করতে ভুলবেন না। ভালো সারা না পেলে পোস্ট করার মজা থাকেন। হুম আর একটা কথা সময় থাকলে আমার সাইট থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল। টেক এন্ড ইনফো
http://wvve.blogspot.com
Top 25 micro job sites
MICRO ONLINE JOBS
Mini jobs are the best way to start your ernings from internet.There are very simple works.Not difficult works like odesk,freelancer.You will get 0.1 to 0.5 for most tasks you finish.In most of sites you can cashout after you get 10$.In those mini job sites you can create your account freely.No need to pay for sign up.Some sites give sign up bonus also.You can cashout your money using alerpay.moneybookers or paypal.In most of sites you can't create two accounts with one ip.
Basic steps
Click sighn up
Fill the form with your details
Confirm your email
Log in to your acount
Click jobs
Select a job and accept it(Don't select jobs that you can't finish)
Submit proof
Employer will review your work and rate within a week.
Success rate is a very important thing in mini job sites.In most of sites you have to maintain it above 75%.
TOP 25 MICRO JOB SITES
microworker
minuteworkers
myeasytask
cloudcrowd
mturk
shorttask
rapidworkers
desklancer
webserve
jobboy
fiverr
jobsfor10
taskarmy
dataprolinking
imgigz
quickbiznet
neogigs
pipublic
micro-workers
microwebworkers
chiperr
theworks
market-testing
Microjob Marketplace
Clixsense (Paid)
Minijobz (Paid)
Microworkers
Microjobworks
Rapidworkers
Jobboy
MyLot
MicroTurks
MiniFreelance
Centworkers
Microtoilers
E-jobber
PaidMicrojobs
OnlineMicrojobs
Minuteworkers
Clickchores
http://www.somewhereinblog.net/blog/hawreeblog/29486969
ClickChores এ ঘরে বসে আয় করুন
ফ্রিল্যান্সিং করে কাজ করার কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু সত্যি কথা হচ্ছে নতুন ফ্রিল্যান্সার হলে সফলতা পেতে কিছু সময় লাগে । কারণ, এসব সাইটে একটি কাজের জন্য অনেকেই বিড/আবেদন করেন। বায়ার শুধুমাত্র একজনকে নির্বাচিত করেন। এক্ষেত্রে নুতন ফ্রিল্যান্সারদের কাজ পেতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। অনেকে ধৈর্য হারিয়ে ফ্রিল্যান্সিং ছেরে দেন। (অবশ্য সঠিক গাইডলাইন ও আন্তরিক প্রচেষ্টা থাকলে এসব সাইটেও সফল হওয়া সম্ভব) অনেকেই আবার মনে মনে ভাবেন ইস্, যদি বিড ছাড়াই কাজ পাওয়া যেত !!! হ্যাঁ, আজকে আপনাদের সামনে এমনই একটি মার্কেটপ্লেস সম্পর্কে বলব, যেখানে কাজ পেতে কোন বিড করতে হয় না।
যে কোন মূহু্র্তে ফ্রি রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দিতে পারেন। উপরোন্ত, উক্ত সাইটে সাইন আপ করলেই পাবেন ১ ডলার। সাইটটির নাম ClickChores এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি সাইট। বাংলাদেশের অনেকেই এ সাইটে সফলতার সাথে কাজ করে হাতে টাকাও পেয়েছে।
সাইটের কাজগুলো ছোট ছোট ও খুবই সহজ। ডাটা এন্ট্রি টাইপের কাজ। খুবই অল্প সময়ে আপনি উপার্জন করতে পারেন ভাল পরিমান কিছু অর্থ, যা আপনাকে লক্ষ লক্ষ টাকা এনে দিতে না পারলেও যারা নুতন ফ্রিল্যান্সার, এখনও কম্পিউটারের বিভিন্ন কোর্সে পরিপূর্ণ দক্ষ হতে পারেননি, তারা অনলাইন আয়ের জগতে কিছুটা পদচারণা শুরু করতে পারেন। আর এখানে মোটামুটি পরিশ্রম করলেই আপনার সফলতার সম্ভাবনা ... ... ...লগ ইন করতে ক্লিক করুন
নিয়মাবলী:
১. একটি কাজ মাত্র একবার করতে পারবেন, তবে প্রতিদিন পাবেন নতুন নতুন অনেক কাজ।
২. প্রতিটি কাজের সাথে দেয়া থাকবে নির্ধারিত সময়, যে সময়ের মধ্যেই আপনার কাজকে সমাপ্ত করতে হবে।
৩. প্রথমে ৫টি কাজ করে আপনার সফলতা যদি ৭৫% এর নিচে থাকে তবে আপনি ১-৩০ দিনের মধ্যে কাজ করতে পারবেন না।
৪. আয়ের পরিমান ৯ ডলার পূর্ন হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে এর মাধ্যমে টাকা তোলা যায়। এক্ষেত্রে গুগল এ্যাডসেন্সের মত আপনার ঠিকানাকে প্রথমে ভেরিফাই করা হবে একটি পিন নম্বর পাঠানোর এর মাধ্যমে। যা পরবর্তীতে সাইটে জমা দিতে হবে।
৫. টাকা উত্তোলনের সময় চেকের ক্ষেত্রে ৪.৫০ ডলার, পেপালের ক্ষেত্রে ৬%, মানিবুকার্স এবং এলার্টপে পদ্ধতিতে ৬.৫% ফি দিতে হয়।
৬. সাইটে যে কাজ করবে সে Worker এবং যে কাজ দিবে তাকে Employer হিসেবে আখ্যায়িত করা হয়।
৭. সাইটে কাজ করতে প্রথমে আপনাকে রেজিষ্ট্রেশন করে করতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য ক্লিক করুন।
কার্যাবলী:
১. লগইন করে সাইটে প্রবেশ করুন।
২. যদি আপনি নতুন ইউজার হন তবে নিউ বাটনে ক্লিক করে নতুনদের জন্য নির্ধারিত কাজগুলো ওপেন করুন।
৩. কাজের বিস্তারিত বর্ননা দেখতে নিচের কাজগুলো থেকে যেকোন একটি কাজে ক্লিক করুন।
৪. এখানে পূর্বে কত জন কাজটি নিয়েছে, কাজটি করতে কত সময় লাগবে, কাজটি সফলভাবে করতে পারলে কত পরিশোধ করা হবে, ইত্যাদি সম্পর্কে শুরুর দিকে বলা হয়েছে।
৫. কিভাবে কাজটি করতে হবে এ সম্পর্কে পুরো ব্যাখ্যা দেয়া হয়েছে “What is expected from workers?” অংশে। মূলত এখানে কাজের বিস্তারিত বর্ননা করা হয়েছে, যা ভালভাবে বুঝে কাজটি সমাপ্ত করতে পারব এরকম মনে হলে “I accept this job ” নিচের অপশনে ক্লিক এর মাধ্যমে কাজটি নেয়া যাবে। “I accept this job” এখানে ক্লিক করলে একটি ঘর পাওয়া যাবে যেখান কাজের সত্যতার প্রমান সাবমিট করতে হবে। আর এই সত্যতার প্রমান দিতে হবে Employer এর ইচ্ছে অনুযায়ী, যেটি সে জানিয়ে দিয়েছে “Required proof that task was finished?” এই অংশে। কাজটি করতে পারব না এমন মনে হলে Not interested in this job ক্লিক করে বের হয়ে আসুন।
কাজের ধরন:
১. Signup: এ কাজটি অত্যন্ত সহজ একটি কাজ। এখানে একটি সাইটের ঠিকানা দেয়া থাকবে সেখানে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। ব্যাস কাজ শেষ, তবে আমাদের দেশে বেশিরভাগ শেয়ারিং আইপি ব্যবহৃত হয় বলে কাজটি সমাপ্ত করতে সমস্যা হতে পারে। আপনার আইপি দেখে নিন।
২. Twitter: টুইটারে যদি আপনার একটি একাউন্ট থাকে তবে আপনি এক্ষেত্রে কাজ করতে পারবেন। হতে পারে আপনার টুইটার পেজে একটি রিভিউ লিখতে হবে । পাশাপাশি তাদের একটি লিংকও রিভিউ এর মধ্যে দিতে হতে পারে। তবে সবটাই নির্ভর করবে Employer এর চাহিদার ওপর।
৩. Blog/Website Owners: আপনার যদি একটি নিজস্ব ওয়েব সাইট থাকে এবং আপনি যদি নির্দিষ্ট বিষয়ের ওপর article লেখার জন্য যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তবে আপনি এ কাজটি খুব সহজেই করতে পারবেন। আর একটি ৫০ শব্দের আর্টিকেল লিখে পেতে পারেন $0.25 – $0.80 ডলার।
৪. Text-link required: এ কাজটি করতেও বেশিরভাগ ক্ষেত্রে নিজস্ব ওয়েব সাইট দরকার হয়ে থাকে। তবে কাজটি অত্যন্ত সহজ। Employer এর চাহিদা অনুযায়ী আপনার সাইটে একটি লিংক ব্যবহার করলেই কাজ শেষ। এক্ষেত্রে বেশিরভাগ Employer PR1 কিংবা তার ওপরে অবস্থানকৃত সাইট চায়। দেখে নিন আপনার সাইটের পেজ র্যাংক ক্লিক করুন।
৫. Yahoo Answers: ইয়াহু এর একটি সাইট হচ্ছে ইয়াহু এ্যান্সার। এখানে বিভিন্ন প্রশ্নের এ্যান্সার করে লেভেলকে বৃদ্ধি করা যায়। সাধারনত Employer এ কাজের জন্য লেভেল টু আছে এমন ব্যক্তিদের খোঁজ করে। এখানে প্রশ্নের answer এর মধ্যে Employer এর নির্দিষ্ট লিংক দিতে বলা হয়।
৬. Forums: এক্ষেত্রে একটি ফোরাম সাইট খুঁজে বের করতে হবে। তবে সাইটের বিষয়বস্তু অবশ্যই Employer বলে দিবে। এই সাইটে রেজিষ্ট্রেশন করে তাদের একটি লিংক Signature হিসেবে ব্যবহার করতে হবে। পাশাপাশি কিছু কমেন্টও লিখতে হতে পারে।
অর্জিত টাকা তুলবেন কীভাবে?
আজকাল অনেকেই অনলাইনে আয় করে থাকেন কিন্তু অনেকেই জনেন না অর্জিত টাকা কিভাবে তোলা যায়।অনেক ভাবেই তোলা সম্ভব তবে এলার্ট পে এরমাধ্যমে তোলা যায় সহজে।এজন্য alert pay তে একটিএাউন্ট খুলতে হবে।একাউন্ট খোলার জন্য নিচের লিংকটিতে ক্লিক করুন-
অথবা moneybookers এর মাধ্যমে আনার ব্যাংক একাউন্টে নিয়ে আসতে পারন।
আরও জানুন facebook এ Bandgladeshi freelancers
স্ব-অভিজ্ঞতা, নিজস্ব সার্কেল, বিভিন্ন ফোরাম ইত্যাদি মাধ্যমে এসব সাইটের নির্ভরযোগ্যতা প্রমানিত হয়েছে। অর্থাৎ, এসব সাইটে কাজ করে টাকা পাওয়ার নিশ্চয়তা রয়েছে। মাইক্রো সাইটগুলোতে বড় বাজেটের কোন কাজ পাওয়া যায় না। কাজগুলো ছোট ছোট এবং সম্পন্ন করতে সময় লাগে ৫ থেকে ১০ মিনিট। নুতন ফ্রিল্যান্সাররা সহজেই এ কাজগুলো করে অর্থ উপার্জন করতে পারেন। এসব সাইটে মূলতঃ Sign-up, Comments, Forum posting, digg, voting, facebook, twitter, bookmarking, yahoo answar ইত্যাদি Seo বিষয়ক কাজগুলো পাওয়া যায়। Seo শিখলে মাইক্রো সাইটের প্রতিটি সাইটেই আপনি কাজ করতে সক্ষম হবেন। আপনি যদি seo ভাল জানেন তবে একটি মাইক্রো সাইটেই প্রতিদিন কমপক্ষে ১ ডলার উপার্জন করতে পারবেন-এটা নিশ্চিতভাবেই বলা যায়। প্রতিদিন এ রকম ৫টি মাইক্রো সাইটে কাজ করলে কমপক্ষে ৫ ডলার উপার্জন করতে পারবেন যদি কাজের ব্যাপারে থাকেন আন্তরিক। যাদের নূন্যতম Page Rank-1 লেভেলের একটি ওয়েব সাইট রয়েছে তারা আরও বেশি উপার্জন করতে সক্ষম হবেন। Page Rank সম্পর্কে জানতে এখানে ক্লিক করুনhttp://alherabd.com মোট কথা, Skill বা দক্ষতার কোন বিকল্প নেই। Seoতে দক্ষ হলে শুধুমাত্র মাইক্রো সাইটেই যে উপার্জনের সুযোগ রয়েছে-তা নয়, বড়ং বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটে যেখানে Bid করে কাজ পাওয়া যায়, যেমনঃ www.odesk.com, Freelancer.com, Scriptlance.com সেখানেও প্রচুর কাজ রয়েছে, যার বাজেটও ভাল, প্রতিযোগিতাও কম।
আশা করি নুতন ফ্রিল্যান্সাররা মাইক্রো সাইটে কাজের মাধ্যমে তাদের অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন।
Comments
Post a Comment