Email make easy

 http://allbanglanewspapers.com/kaler-kantho.html

জিমেইল অ্যাকাউন্ট নিয়ে গুরুত্বপূর্ণ ৯টি টিপস

ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু জিমেইলে অ্যাকাউন্ট নেই এমন মানুষ কমই আছেন। আবার জিমেইল ব্যবহারকারীদের মধ্যে বিশাল সংখ্যক জানেন না যে, এই ইমেইলে কতো কিছু লুকিয়ে আছে। যাদের গুগলে ইমেইল অ্যাকাউন্ট নেই তারা আজই এখানকার একজন সম্মানিত সাবস্ক্রাইবার হয়ে যান। আর যারা ইতিমধ্যে রেজিস্টার করেছেন তাদের জন্য এখানে ৯টি ফিচার নিয়ে টিপস দেওয়া হলো। নতুনরা বা পুরাতনের মধ্যে যারা জানেন না তাদের কাজে লাগবে এটি।

১. অ্যাটাচমেন্টস: ধরা যাক, আপনি মেসেজ বডিতে লিখেছেন যে, একটি ফাইল অ্যাটাচ করা হলো। কিন্তু ফাইলটি অ্যাটাচ না করেই 'সেন্ড' বোতামে চাপ দিয়ে ফেললেন। জিমেইল আপনাকে এই ভুল ধরিয়ে দিয়ে একটি মেসেজ দেখাবে। তাতে লিখা থাকবে, 'আপনি লিখেছেন যে অ্যাটাচ করা হয়েছে। কিন্তু তা করেননি। আপনি মেইলটি কি এভাবেই পাঠাতে চান?' কাজেই ঝামেলা থেকে মুক্তি পেলেন আপনি।

২. স্টারস: গুরুত্ব অনুযায়ী মেইলগুলোকে চিহ্নিত করতে বিভিন্ন রঙের স্টার অর্থাৎ তারকা রয়েছে জিমেইলে। সাধারণভাবে হলুদ রঙের তারকা এখানে দেওয়া রয়েছে। তবে আপনি অন্য রঙ আনতে পারেন এখানে। এজন্য যা করতে হবে- গিয়ার বক্সে যান>সেটিংসে যান>স্টারস। এখান থেকে আপনি পছন্দের রঙ ঠিক করে নিন। ধরা যাক, লাল তারকা বেছে নেওয়া হলো। এবার ইনবক্সে গিয়ে একটি মেইল তারকা চিহ্নিত করুন। প্রথমবার হলুদ তারকা দেখালেও আবার ক্লিক করলে তা লাল হয়ে যাবে।

৩. একাধিক ইমেইল অ্যাড্রেসেস: আপনি ইমেইল অ্যাড্রেসের ভিন্ন ভার্সন চাইলে সামান্য কাজ করতে হবে। মূল অ্যাড্রেসটির পরিবর্তনে শুধু পছন্দমাফিক মাঝখানে ডট হিসেবে ফুলস্টপ চিহ্নটি বসিয়ে দিন। যেমন, abcde@gmail.com মূল ঠিকানা হলে নতুন ভার্সন বানাতে লিখুন ab.cde@gmail.com বা abc.de@gmail.com ইত্যাদি।

৪. টু-ডু লিস্ট: শুধুমাত্র ইমেইলের জন্য জিমেইলকে কেনো ব্যবহার করছেন? কাজের তালিকার জন্যেও ব্যবহার করুন। টাস্কে গিয়ে পপ আপ বোতাম দেখতে পাবেন। সেখানে টু-ডুর তালিকা তৈরি করুন। সময় অনুযায়ী জিমেইল আপনাকে মনে করিয়ে দেবে।

৫. কিবোর্ড শর্টকাট: সবচেয়ে গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাটগুলো দেওয়া হলো। বারবার ব্যবহার করলে এগুলো সেভ হয়ে যাবে।

Ctrl+Enter অর্থ সেন্ড মেসেজ
Ctrl+ অর্থ অ্যাডভান্স টু নেক্সট উইন্ডোজ
Ctrl+Shift+c অর্থ অ্যাড সিসি রেসিপেন্টস
Ctrl+Shift+b অর্থ অ্যাড বিসিসি রেসিপেন্টস

৬. অ্যাডভান্সড শর্টকাট: জিমেইল ব্যবহারকারীদের নিজের পছন্দমতো শর্টকাট তৈরির ব্যবস্থা রেখেছে। এর মাধ্যমে নতুন উইন্ডো খুলতে এবং কনভারসেশন বিনে পাঠানো যাবে। চালু করতে যা করবেন, ডান দিকে ওপরের গিয়ার বক্সে যান>সেটিংসে যান>কিবোর্ড শর্টকাটসে যান>কিবোর্ড শর্টকাট অন করুন>সেভ চেঞ্জেস। এখানেই নিজের পছন্দের শর্টকাট বানাতে পারবেন। সাধারণ কিছু দেখানো হলো।
c-নতুন মেসেজ লেখা
d-নতুন ট্যাবে মেসেজ লিখা
/-সার্চ বক্সে কার্সর নেওয়া
r-রিপ্লাই
#-কনভারসেশন বিনে পাঠানো

৭. একাধিক অ্যাকাউন্টের সংযুক্তি: আপনার একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকতে পারে। ভয়ের কিছু নেই, সবকটিতেই আপনি একই সময়ে ঢুকতে পারবেন। এজন্য ডান দিকের ওপরে আপনার ইমেইল অ্যাকাউন্টে ক্লিক করুন এবং অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করুন। এটা আপনাকে আলাদা ট্যাবে নিয়ে যাবে যেখান থেকে আপনি অন্য জিমেইলে ঢুকতে পারবেন। গুগল ক্রোম ব্যবহার করলে স্থায়ীভাবে এই ভিন্ন অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে। আর অন্য কোনো ব্রাউজার ব্যবহার করলে প্রতিবারই কাজটি করতে হতে পারে।

৮. দ্রুত লোডিং: ইন্টারনেট সংযোগটি ধীর হলে আপনার গুগল অ্যাকাউন্টটি আসতে কয়েক মিনিট সময় লাগতে পারে। এক্ষেত্রে আপনি গুগলের ব্যাসিক ভার্সনে ক্লিক করলে ইমেইল দ্রুত খুলবে। এটা করতে হলে স্ট্যান্ডার্ড জিমেইল ইউআরএলের সাথে শুধুমাত্র ?ui যোগ করুন। অর্থাৎ ইউআরএলটি হবে, https://mail.google.com/mail/?ui=html

৯. মেসেজ ব্যাকআপ করুন: আপনি গুরুত্বপূর্ণ মেসেজগুলো ব্যাকআপ করে রাখতে পারেন। এর সবচেয়ে সহজ উপায় হলো একটি ব্যাকআপ অ্যাকাউন্ট খুলে নেওয়া। আর মূল অ্যাকাউন্টের মেসেজগুলোকে এটাতে ফরওয়ার্ড করে দেওয়া। এজন্য সেটিংসে যান>ফরওয়ার্ডিং এন্ড পপ/আইএমএপি। এখানে 'ফরওয়ার্ড অ্যা কপি অব ইনকামিং মেইল টু' অংশে আপনার মূল অ্যাকাউন্টের ঠিকানা লিখে দিন, ব্যস কাজ শেষ। সূত্র: বিজনেস ইনসাইডার

- See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2013/11/06/18836#sthash.wnhaRvKR.dpuf

http://www.techspate.com

বিরক্তিকর ইমেইল থেকে মুক্তি পাওয়ার উপায়

আপনার ইমেইল ইনবক্স এ কী প্রতিদিন কয়েকশ করে ফেইসবুক সহ অন্যান্য বিরক্তিকর ইমেইল দিয়ে ভরে গেছে? কোনো সাইট এর অনেক নিউজলেটার এসে আপনার ইনবক্স ভর্তি করে ফেলছে? এই বিরক্তিকর ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়েই আমার আজকের স্পেট। আসুন তাহলে দেখি কিভাবে এই অনাকাংক্ষিত ইমেইলগুলো বর্জন করে আপনার ইনবক্স পরিষ্কার করবে

জি-মেইল

১. আপনার জিমেইল একাউন্ট এ প্রবেশ করুন

২. ওপরে ডানপাশে থেকে Settings এ ক্লিক করুন

৩. Filters এ ক্লিক করুন

৪. এরপর Create a new filter এ ক্লিক করুন

৫. From লেখা ঘরে ইমেইল এড্রেসটি লিখুন যেটি থেকে আপনি মুক্তি পেতে চান

যেমন: faltu@facebook.com । অথবা আপনি যদি পুরো ডোমেইনটিই ব্লক করতে চান তাহলে এভাবে লিখুন *@facebook.com (৥এর আগে একটি * দিতে হবে)।

৬.  Next Step এ ক্লিক করুন।

৭. ওই ইমেইল(গুলো) কি করা হবে তা সিলেক্ট করুন। Delete it সিলেক্ট করলে উক্ত মেইল/ডোমেইন থেকে পাঠানো ইমেইলগুলো সরাসরি ডিলিট হয়ে ট্র্যাস এ জমা হবে।

ইমেইলটিকে আবার আনব্লক করতে চাইলে ফিল্টারটি ডিলিট করে দিলেই হবে।

ইয়াহু

১. একাউন্টে লগইন করুন

২. এপরে ডানপাশে থেকে Options এ ক্লিক করুন

৩. ড্রপ ডাউন মেনুটি হতে More options এ ক্লিক করুন

৪. এবার সেখান থেকে Filters এ ক্লিক করুন

৫. এরপর Create or edit filters এ ক্লিক করুন

৬. Add এ ক্লিক করুন

৭. ফিল্টারটির একটি নাম দিন এবং From header লেখা ঘরে ইমেইল এড্রেসটি লিখুন যেটি থেকে আপনি মুক্তি পেতে চান

যেমন: faltu@facebook.com । অথবা আপনি যদি পুরো ডোমেইনটিই ব্লক করতে চান তাহলে এভাবে লিখুন @facebook.com (খেয়াল করুন ৥ এর আগে * দেওয়া নাই) ।

৮. Move the massage to: Trash সিলেক্ট করুন এবং Save Changes এ ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ।

হটমেইল

১. একাউন্ট এ লগইন করুন

২. Options এ ক্লিক করুন

৩. ড্রপ ডাউন মেনুটি হতে More options এ ক্লিক করুন

৪.  Junk e-m ail এর নিচে Safe abd blocked senders লিংক এ ক্লিক করুন

৫. Blocked senders সিলেক্ট করুন

৬. Blocked e-mail address or domain লেখা ঘরে ইমেইল বাশুধু ডোমেইনটি লিখুন যেমন: ‍abul@gmail.com অথবা শুধু facebook.com

 

উপরুক্ত কাজগুলো অনুসরন করে আপনার ই-মেইল ইনবক্স পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কমেন্ট করতে ভুলবেন না!



প্রতি মিনিটে ৪/৭ টি ইয়াহু মেইল তৈরি করার ম্যানুয়াল পদ্ধতি

অনেক সময় বিভিন্ন প্রয়োজনে অনেকগুলো নতুন ইমেইল একাউন্ট দরকার হতে পারে। সে ক্ষেত্রে একসাতে একাধিক ইমেইল তৈরী করা অনেক ঝামেলার। সেজন্য একসাথে অনেকগুলো আইডি খুলতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

* প্রথমে,  https://edit.yahoo.com/registration এই পেইজে গিয়ে ইয়াহুর ফুল ফর্ম টি ফিল-আপ করুন। Yahoo ID and Email এর ঘরে এমন একটি আইডি টাইপ করুন, যা available নয়। অর্থাৎ এমন একটি আইডি দিন যা আগে থেকেই আছে।

* এখন যে captcha টি পেইজের নিচের দিকে আছে , সেটা টাইপ করে Create my account a click করুন।  error আসবে।

* এখন পুনরায় captcha ঘরে নতুন captcha টি টাইপ করে Create my account a click করুন। পুনরায় উপরের মত error আসবে। এ কাজটি আবার করুন।

* এবার দেখুন  Captcha ‘র ঘরটি উধাও হয়ে গেছে।

* এবার , Yahoo ID and Email এর ঘরে নতুন একটি ইয়াহু ID দিন যা available  হবে, যেমন – kabirbbbb1, kabirbbbb2 এই ধরনের । এবার  Create my account a click ক্লিক করলেই একাউন্টটা create হয়ে যাবে এবং   confirmation আসবে।

* এবার confirmation পেইজে থেকেই browser এর Back button a ক্লিক করুন। দেখুন আবার সেই ফর্মটি এসেছে ,কিন্তু এবার সেই ফর্মেও কোন captcha নেই। এবার শুধু আইডি change করে করে captcha ছাড়ায় খুলতে থাকুন একের পর এক ইয়াহু আইডি।


User name: msuddinctg@yahoo.com

Pass: msu623145


একটাই জিমেইল আইডি কে ব্যবহার করুন মিলিয়ন বিলিয়ন আইডি হিসেবে

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি। gmail বর্তমান সময়ে সম্ভবত সব থেকে জনপ্রিয় ইমেইল সার্ভিস প্রোভাইডার । আমরা সবাই কম বেশী জিমেইল ব্যবহার করি বা করে থাকি ।জিমেইল এর অনেক ফিচার এর পাশাপাশি এর সহজ ও সাবলীল উপস্থাপনাই এনে দিয়েছে এই বিপুল জনপ্রিয়তা । আজ আপনাদের সাথে শেয়ার করব জিমেইল এর সহজ কিন্তু খুবই করজকরী ১ টা ট্রিক । এটা হচ্ছে আপনার একটাই জিমেইল আইডি কে আপনি কিভাবে মিলিয়ন - বিলিয়ন আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন ।
আসুন দেখে নেই কিভাবে

 ডোমেইন নাম চেঞ্জ করে

 ধরুন আমার  একটা  জিমেইল আইডি আছে এবং সেটা হচ্ছে  auntar@gmail.com . এখন আমি ফেসবুক এ একটা আইডি খুললাম এই ইমেইল আইডি টি ব্যবহার করে । আপনার কি মনে হয় আমি আবারো এক ই আইডি ব্যবহার করে আর আইডি খুলতে পারব ফেসবুক এ ? না , তাই না ? কিন্তু আসলে তা সম্ভব এই একই আইডি ব্যবহার করে । যেমন আমি যদি   auntar@gmail.com এর  জায়গায় লিখি  auntar@googlemail.com  তাহলে এটা ফেসবুক এর  সার্ভার এ দেখাবে ভিন্ন  দুইটি আইডি হিসেবে কিন্তু আসলে এটা ওই আগের আইডি এর ই মিরর !  দুইটা আইডি এর ইনবক্স কিন্তু একটাই !

+ লেজুড় জুড়ে দিয়ে 

জিমেইল এর আসল আইডি  auntar@gmail.com  @ এর আগে এবং  auntar  এর পর আপনি যা ইচ্ছা টাই লেজুড় জুড়ে দিতে পারেন শুধু মাঝে একটা "+" চিহ্ন থাকতে হবে । যেমন ধরুন  auntar+bhat.khamu.na@gmail.com ,  auntar+tunerpage@gmail.com  ইত্যাদি। আপনার যত ইচ্ছা আপনি তত গুলো আইডি এভাবে বানাতে পারেন শুধু + এবং লেজুড় জুড়ে দিয়ে । সব ই কিন্তু আসল আইডি  uradhura@gmail.com মিরর হবে । অর্থাৎ এর যেকোনো টার ই ইনবক্স হবে আসল আইডি এর ইনবক্স ! ! !

(.) Dot  চিহ্ন ব্যবহার করে

আসল আইডি auntar@gmail.com এর যে কোন  জায়গায় যে কোন ভাবে ডট চিহ্ন (.)  ব্যবহার করে ও আপনি তৈরি করতে পারেন মিলিয়ন বিলিয়ন মিরর আইডি । যেমন aun.tar@gmail.com , au.nt.ar@gmail.com  , auntar.....@gmail.com এগুলর সবগুলই কিন্তু আপনার আসল আইডি এর মিরর আইডি হবে । অর্থাৎ এগুলর যেকোনো একটা তে যে কোন মেইল আসলে তা কিন্তু মূল আইডি auntar@gmail.com এর ইনবক্সেই পাওয়া যাবে । কিন্তু যেকোনো  সার্ভার এ এটাকে এক বলে চিনতে পারবে না । identical difference  এর জন্য এগুলর প্রত্যেকটাকে একটা  ভিন্ন আইডি হিসেবে গননা করবে যে কোন সার্ভার !

এই ভাবেই আপনি আপনার জিমেইল আইডি থকে কোন কষ্ট ছাড়াই  সর্বাধিক ফায়দা নিতে পারেন । আরা করি আপনাদের ভালো লেগে থাকবে টিউন টি। কাজে  লেগে থাকলে তো  কথাই নেই  ভালো থাকবেন সবাই।



http://onlineostat.blogspot.com

অস্থায়ী ইমেইল ঠিকানা [এমন একটি জিনিশ যা কাজে লাগবেই]

অনেক সময় অস্থায়ী ইমেইল ঠিকানার প্রয়োজন হয়। বিশেষ করে কোথাও রেজিষ্ট্রেশন বা ভোট করতে যদি ইমেইলে কনফরমেশন বা এ্যাকটিভিশন মেইলের প্রয়োজন হয়। অনেক সময় নিজের একাধিক মেইল লগইন করে এধরনের কাজ করা বেশ ঝামেলার। এছাড়াও নিরাপত্তার কারণে কিছূ সাইটে নিজের মেইল ঠিকানা ব্যবহার করা যায় না।
আজ আপনাদের এমন একটি অস্থায়ী মেইল সেবাদানকারী সাইটের কথা বলবো । সাইটটিতে মেইল চেক করতে যেমন সাইন-আপ করতে হবে না তেমনই মেইল চেক করতেও লগইন করতে হবে না। শুধুমাত্র ইমেইল ঠিকানা বা ইউজার নেম দিয়ে Go! বাটনে ক্লিক করলেই মেইলের ইনবক্স চলে আসবে। যেমন, আপনি যদি auntar@sharklasers.com ঠিকানা ব্যবহার করেন তাহলে Check your inbox! এ auntar@sharklasers.com বা auntar লিখে এন্টার করলেই হবে। এছাড়াও আরও কিছু ডোমেইনও সমর্থন করে সাইটটিতে, যা মূলত একটি ইনবক্সে লগইন হবে। এই অস্থায়ী মেইল ইনবক্সে সর্বোচ্চ ১০টি মেইল জমা থাকবে যা কয়েক ঘন্টার পরে সয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এখানে Forget Me নামে একটি বাটোন আছে যা দিয়ে মেইল টি মুছে ফেলা যাবে। সাইট টিতে যেতে এই লিঙ্ক https://www.guerrillamail.comএ ক্লিক করুন এই রকম আর একটি সাইট http://mailinator.com/।

একটি মজিলা ফায়ারফক্স দিয়ে একাধিক ফেসবুক/জিমেইল আইডিতে লগইন করুন ।

অনেকের এখন কয়েকটা ফেসবুক একাউন্ট থাকে। পার্সোনাল কাজে অথবা মার্কেটিং এর কাজে আমরা একাধিক ফেসবুক আইডি ইউস করে থাকি তাই না? কিন্তু খুব বিরক্ত লাগে যখন বার বার সাইন আউট করতে হয় বিভিন্য আইডি চেক করার জন্য, অথবা অনেক গুল ব্রাউজার ইউস করতে হয়। তাই এই সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম আজকে। এখন থেকে আপনি মজিলার ছোট একটি এড অন্স দিয়েই একাধিক ফেসবুকে লগইন করতে পারবেন খুব সহজেই।আরেকটি কথা হল যে এটি দিয়ে আপনি জিমেইল এর ও একাধিক আইডি ব্যবহার করতে পারবেন ।
ইন্সটলঃ-
১। এই পেজে যান এখানে ক্লিক করে তারপরে multifox এড অন্স টি আপনার মজিলাতে ইন্সটল করুন।
২। Firefox টি এখন রিস্টার্ট দিন।

ব্যবহারঃ-
               ১.File এ ক্লিক করে “New Identity Profile” এর মাঝে ক্লিক করুন।   


  ২.আবার facebook ওপেন করে নিজের ২য় একাউন্ট এর ডিটেলস দিন।
          ৩.একি ভাবে gmail  করতে পারবেন ।


প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।


Comments

Popular posts from this blog

বাংলা নাটক ও ছিনেমা

article submit of earn guest post

Answer&question-Forum problem solve