virus URL scan
http://www.dailyictnews.com/ictnews-home/1375#.UG3aKoFCK3k
ওয়েবসাইট ভিজিট করার আগেই জেনে নিন ঐ সাইটে কতোগুলো ভাইরাস আছে !!!
ইন্টারনেট আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে । অনেক অজানা তথ্য গুগলে সার্চ দিয়ে ইন্টারনেটের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই পেয়ে যাই যা আগে অসম্ভব ছিল । ইন্টারনেটে তথ্য খুজতে অনেক অজানা সাইটে ভিজিট করতে হয় । যার কারনে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা থাকে । তাই সাইট ভিজিট করার আগে চেক করে নিন ঐ সাইটে ভাইরাস আছে কিনা । এই www.urlvoid.com সাইটটি ভিজিট করে যেকোনো ওয়েবসাইটে ভাইরাস আছে কিনা তা জানতে পারবেন । এজন্য প্রথমে www.urlvoid.com এই সাইট এ ঢুকুন । যে ওয়েবসাইটের ভাইরাস চেক করতে চান সেই সাইটের লিংক বা url দিয়ে Scan করে দেখুন ।
http://www.dailyictnews.com/ictnews-home/1773#.UNsscaBXO9s
পিসির ড্রাইভগুলো ওপেন হচ্ছে না ?? সমাধান নিন
অনেক সময় ভাইরাসের জন্য আমাদের পিসির ড্রাইভগুলো ওপেন হয় না । ওপেন করতে গেলেই দেখায় open with । এটা আসলেই একটা বিরক্তিকর অবস্থা । এটা হয় সাধারণত autorun ভাইরাসের জন্য । তাই আমাদের পিসির c,d,f বা এই জাতীয় ড্রাইভগুলো যখনই ওপেন করতে চাই আমরা ব্যর্থ হয়ে থাকি । তাই আজকে দেখব কিভাবে এটার একদম সহজ সমাধান করতে পারবেন ।
নিচে সহজ সমাধানগুলো দেয়া হল :
ক ) Run এ গিয়ে টাইপ করুন cmd ( দেখবেন কমান্ড প্রমোট ওপেন হয়েছে ) ।
খ ) এবার টাইপ করুন cd\ তার পরে ইন্টার চাপুন । ( কোটেশন দিবেন না ) ।
গ ) এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন , যদি সি ড্রাইভ হয় তাহলে C: লিখে ইন্টার দিন ।
ঘ ) এবার টাইপ করুন attrib -r -h -s autorun.inf.
ঙ ) এবার টাইপ করুন del autorun.inf.
ব্যস আপনার কাজ শেষ । আপনি এখন নিচিন্তে আপনার সব ড্রাইভগুলো ওপেন করুন ।
অনলাইনে অ্যান্টি-ভাইরাস দ্বারা ফাইল স্ক্যান করুন
ফাইলের ভাইরাস বা ম্যালওয়্যার স্ক্যান করার বেশকিছু ওয়েবসাইট আছে। এর মধ্যে ভাইরাস টোটাল অন্যতম। এই সাইটের অর্ধশত অ্যান্টি-ভাইরাসের মধ্যে ক্যাসপারস্কি, এভিরা, বিট ডিফেন্ডার, ই-সেফ, মাইক্রোসফট, ম্যাকাফি, সিমেনটিক, পিসি টুলস, এভিজি, পান্ডা, এভাস্ট, কমোডো, ড. ওয়েব অন্যতম। সাইটটিতে সরাসরি ফাইল আপলোড করে স্ক্যান করা যাবে। এছাড়াও ভাইরাস টোটাল আপলোডার দ্বারা এক ক্লিকে ফাইল আপলোড করে স্ক্যান করার ব্যবস্থা আছে। ওয়েবসাইটির ঠিকানা হচ্ছে www.virustotal.com, আর www.virustotal.com/advanced.html থেকে আপলোডার ডাউনলোড করা যাবে যা সেন্ট টুতেও ব্যবহার করা যাবে। তবে এই সাইটে ২০ মেগাবাইট পর্যন্ত ফাইল স্ক্যান করা যাবে। এছাড়াও ভাইরাস টোটাল সাইটটিতে ইউআরএল স্ক্যান করার ব্যবস্থা আছে।
Comments
Post a Comment