Back Link:লিংক হুইল-মারাত্মক পর্ব [OFF page SEO]
Back Link: লিংক হুইল-মারাত্মক পর্ব [OFF page SEO] আজকে দেখাব লিঙ্ক হুইল। একটা স্বয়ং সম্পূর্ণ লিঙ্ক হুইল কিভাবে করতে হয়। পুরবে দেখাইছিলাম সাধারন লিঙ্ক হুইল। আসলে ওঁটা লিঙ্ক হুইল এর ধারের কাছে ও না। লিঙ্ক হুইল একেবারে অন্যরকম। আমি পুরবের টিউনে লিঙ্ক হুইল এর গুরুত্ব বলে দিছি। আজ কে শুধু লিঙ্ক হুইল কিভাবে করতে হয় সেইটা বলব। নিচের ছবিটা দিয়ে আমি আজকে লিঙ্ক হুইল বুঝাব। দেখেন নিচের ছবিটাতে মাঝে একটা সাইট দেওয়া আছে। যার নাম দেওয়া হয়েছে “Money Site” এখানে এই সাইট দারা বুঝানো হয়েছে যে, আপনি যেই সাইট এর জন্য লিঙ্ক হুইল করবেন। বাকি চারপাশের যে ৬ টি সাইট আছে সেই সাইট গুলা হচ্ছে ফ্রী ব্লগিং সাইট। ফ্রী ব্লগিং সাইট কি এই সম্পর্কে পূর্বে বলছি।এখন আমরা এই ৬ টি ফ্রী ব্লগিং সাইট এর জন্য ৬ টি আর্টিকেল লিখব। আর্টিকেল কিভবে লিখতে হবে এবং কিভাবে পাবলিশ করতে হবে সেইটা পূর্বে আমি বলে দিছি। এখন ধরি, আমাদের ৬ টি আর্টিকেল রেডি বা প্রস্তুত। প্রথমে আমরা ব্লগস্পট (Blogspot) এ যাব। এখন ১ টা আর্টিকেল পেস্ট করব। এইবার আমাদের যে কি- ওয়ার্ড গুলা দেওয়া আছে আর্টিকেলের ভিতর তার যে কোন একটি লিঙ্ক করে দিব “Money Site” এ ...